বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দু’দিন এশিয়া কাপে দুবাইয়ের মাঠে খেলতে হল বাংলাদেশকে। কিন্তু তাতেও চেনা ময়দানে নিজেদের মেলে ধরতে পারল না পদ্মা পাড়ের দল। বৃহস্পতিবার, পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেও 11 রানে পরাস্ত হয়েছেন লিটন দাসেরা। আর তাতেই, এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। তাই আরও একটা রবিবার ভারত বনাম পাকিস্তান হাই ভোল্টেজ মহারণ দেখার সৌভাগ্য হবে দর্শকদের। যদিও ২৮ সেপ্টেম্বর রবিবারের ম্যাচটা ঐতিহাসিক। কারণ, 41 বছরের এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী (India Vs Pakistan Asia Cup Final)।
এশিয়া কাপে ভারতের জয়যাত্রা
এশিয়া কাপ শুরু হয়েছিল 1984 সালে। আর সেই প্রথম মরসুমেই শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর থেকে ধারাবাহিকভাবে ভাল পারফরমেন্স দেখিয়ে, 1988, 1990, 1995, 2010, 2016, 2018 এবং 2023 সাল মিলিয়ে মোট 8টি এশিয়া কাপ ট্রফি রয়েছে, ভারতের ঝুলিতে। এর থেকেই বোঝা যায়, এশিয়ার এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে মহাদেশের অন্যতম পরাশক্তি ভারতের দখল কতটা।
কতবার এশিয়া কাপ জিতেছে পাকিস্তান?
উইকিপিডিয়া ঘেঁটে জানা গেল, এশিয়া কাপের মঞ্চে ক্রিকেটীয় দক্ষতা দেখিয়ে নিজেদের খুব একটা জাহির করতে পারেনি পশ্চিমের দেশ। হ্যাঁ, ভারত যেখানে 8 বার এশিয়া কাপ জিতেছে, সেই পর্বে দাঁড়িয়ে পাকিস্তান জিতেছে মাত্র দুটি এশিয়া কাপ। বলা ভাল, প্রথমবার 2000 সালের এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা হারিয়েছিল ইসলামের দেশ। এরপর 2012 সালে সহজ প্রতিপক্ষ বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল তারা। তারপর থেকে দীর্ঘ 13 বছর ট্রফির দেখা পায়নি এই দল। যদিও এবার তাদের কাছে সুযোগ রয়েছে ভারতকে হারিয়ে, তৃতীয়বারের মতো এশিয়া কাপ জেতার।
অবশ্যই পড়ুন: সুপার কাপের একই গ্রুপে ইস্টবেঙ্গল, মোহনবাগান, কবে হবে ডার্বি?
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড কেমন?
এশিয়া কাপে চিরকালই পাকিস্তানের উপর ভারী হয়েছিল টিম ইন্ডিয়া। বলে রাখি, এর আগের এশিয়া কাপ পর্যন্ত মোট 18 বার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত, পাকিস্তান। সেই যাত্রায়, ভারতের ঝুলিতে গিয়েছে 10টি ম্যাচ। পাকিস্তান জিতেছে 6টিতে। বাকি ম্যাচের ফল অমীমাংসিত। তবে যদি ওয়ানডে সংস্করণের কথা বলা হয় সেক্ষেত্রে, একদিনের এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছে মোট 15টি। সেখানে ভারত জিতেছে 8টি ম্যাচ এবং পাকিস্তানের ঝুলিতে গিয়েছে 5টি। বাকি ম্যাচের ফলাফল অমীমাংসিত ছিল। একইভাবে, টি-টোয়েন্টিতে মোট 3 বার একে অপরের মুখ দেখেছে দুই দল, যেখানে ভারত জিতেছে দুবার। অন্যদিকে পাকিস্তান জিতেছে মাত্র 1টি ম্যাচ।