রউফকে নকল করে ভারতকে কটূক্তি! শেষে ফুটবল ম্যাচেও হারল পাকিস্তান

Published:

India Vs Pakistan Football Match Pak Team Lost To India
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি এশিয়া কাপে দুবার পাকিস্তানকে হারিয়েছেন সূর্যকুমার যাদবেরা। এবার একই দৃশ্য ধরা পড়ল ফুটবলের ময়দানেও। সোমবার, কলোম্বোয় সাফ অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টে পাকিস্তান দলকে 3-2 ব্যবধানে উড়িয়ে দিল ভারতের খুদেরা (India Vs Pakistan Football Match)। তবে ভারতের জয়ের ম্যাচে পাক ক্রিকেটার হ্যারিস রউফের ভঙ্গিমায় উচ্ছ্বাস করতে দেখা যায় এক পাকিস্তানি ফুটবলারকে। যা নিয়ে এবার দানা বেঁধেছে বিতর্ক।

ভারত-পাক ফুটবল ম্যাচেও জন্ম নিল বিতর্ক

গতকাল, ম্যাচ শুরু হতেই প্রতিপক্ষের উপর আক্রমণ শানিয়ে 31 মিনিটেই এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে দলের হয়ে গোলের সূচনা করেন গাংতে। যদিও প্রথম 45 মিনিটের খেলা শেষের আগেই ভাগ্যক্রমে পেনাল্টি পেয়ে যায় পাকিস্তান। আর তাতেই গোল করে ম্যাচে সমতা ফেরান মহম্মদ আব্দুল্লাহ। আর এরপরই তাঁকে এক অদ্ভুত কায়দায় উচ্ছাস করতে দেখা গিয়েছিল।

না বললেই নয়, এদিন প্রথম গোলটি করে উদযাপনের সময় কর্নারের দিক থেকে ছুটে এসে মাটিতে বসে চা পান করার ভঙ্গিমায় উচ্ছ্বাস করতে থাকেন পাক ফুটবলার। শুধু তাই নয়, উঠে দাঁড়িয়ে একেবারে পাক ক্রিকেটার হ্যারিস রউফের মতোই অভিনব ভঙ্গিমায় হাত দিয়ে প্লেন ভেঙে পড়ার ইঙ্গিত দেন তিনি। যে দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কেউ কেউ বলছেন, পাকিস্তানি ফুটবলারের প্রথম অঙ্গভঙ্গির সাথে 2019 সালের একটি ঘটনার মিল রয়েছে। সে বছর পুলওয়ামা জঙ্গি হামলায় 40 জন ভারতীয় সেনার মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। সবকিছু ঠিকই ছিল তবে, শেষ পর্যন্ত পাক সেনার হাতে ধরা পড়ে যান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সে বারই ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর মধ্যে একটি ভিডিও বিশেষ নজর কাড়ে। ভিডিওটিতে দেখা যায়, পাকিস্তান আর্মির হেফাজতে থেকে চা পান করছেন বর্তমান। এমনকি পাকিস্তানের চায়ের প্রশংসাও করলেন তিনি।

অবশ্যই পড়ুন: ঘরের মাঠে ইউনাইটেড বধ! ৪৮ ঘণ্টার মধ্যেই ফের CFL চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

ভারতীয় দলের বিরুদ্ধে পেনাল্টি থেকে প্রথম গোল করে পাক ফুটবলার দ্বিতীয় যে উচ্ছ্বাসটি দেখিয়েছিলেন, তার সাথে মিল রয়েছে এশিয়া কাপের শেষ ভারত বনাম পাকিস্তান ম্যাচের। গত রবিবার, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় রউফকে দেখে কোহলি কোহলি বলে চিৎকার করছিলেন ভারতীয় সমর্থকরা। অনেকেই বলছেন, 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর আগে পাক তারকার পরপর দুই বলে ছয় মেরেছিলেন কোহলি। মূলত সে কথা স্মরণ করিয়ে দিতেই হ্যারিসকে দেখে বারবার কোহলির নাম আওড়াছিলেন সমর্থকরা। যদিও সেটা সহ্য করতে না পেরে হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিমায় আকাশ থেকে প্লেন ভেঙে পড়ার ইঙ্গিত দিচ্ছিলেন রউফ। যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার সেই একই কাজ করে নতুন বিতর্কের জন্ম দিলেন পাক ফুটবলারও।

India Vs Pakistan Football Match

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের বিরুদ্ধে গোল করে বিতর্কিত উচ্ছাস দেখিয়ে পাকিস্তান দলের পরাজয়টাও দেখতে হয়েছিল ওই ফুটবলারকে। এদিন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই দুর্দান্ত ছন্দে ছিল ভারত। 63 মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দেন ওয়াংকেইরাকপাম। যদিও পরের মুহূর্তেই সেই গোল শোধ করে ম্যাচের সমতা ফেরায় পাকিস্তান। তবে, সেই ফলাফল বেশিক্ষণ স্থায়ী হয়নি। 73 মিনিটের খেলায় পাকিস্তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় দল। তাতেই রাহান আহমেদের গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় ভারত। এরপর আর ভারতের বিরুদ্ধে গোল করার ক্ষমতা হয়নি পাক দলের। আর সেটাই ছিল পাকিস্তানের কুকর্মের সবচেয়ে বড় জবাব, এমনটাই মনে করছেন অনেকেই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join