অক্টোবরের প্রথম রবিবারেও পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত! ৮৮ রানে জয় হরমন সেনার

Published:

India Vs Pakistan Indian women's team win against Pakistan
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত সেপ্টেম্বরের তিনটে রবিবারই ভারতের কাছে হেরে এশিয়া কাপে নাক কাটিয়েছিল পাকিস্তান। ছেলেদের পর এবার মেয়েদের লড়াইতেও একই দুঃখ বুনতে হলো পশ্চিমের দেশকে। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতেই প্রথমবারের মতো ভারতের মুখোমুখি (India Vs Pakistan) হয়েই 88 রানে গুটিয়ে গেল পাকিস্তানের মহিলা দল। এশিয়া কাপের মতোই প্রতিপক্ষের সাথে ছেলেখেলা করেই জয় নিশ্চিত করলেন হরমনপ্রীত কৌরেরা।

চেষ্টা করেও মান রক্ষা করতে পারলেন না ফাতিমারা

রবিবার, টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আর যাই হোক, পাক নারী বাহিনীর স্পিন আক্রমণ যথেষ্ট শক্তিশালী। তাই বোলিং দিয়েই ভারতকে কুপোকাত করার চেষ্টা করেছিলেন পাকিস্তানিরা। তবে তেমনটা হয়নি। আজ শুরু থেকেই ছন্দেছিল টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে রবির হাই ভোল্টেজ ম্যাচে ভারতের হয়ে 37 বলে 31 রান করেছিলেন প্রতিকা রওয়াল। এছাড়াও স্মৃতি মান্ধানার ব্যাট থেকে 23 রানের যোগদান পেয়েছিল ভারত। যা ছিল আদতেই অপ্রত্যাশিত।

রবিবার সন্ধ্যায় ম্যাচ দেখে মনে হচ্ছিল, ভারতকে প্রতি মুহূর্তে বোলিং দিয়ে চেপে ধরতে চাইছে পাকিস্তান। তবে সেসবের মাঝে ব্যাট হাতে নিজেদের কাজ করে গিয়েছেন টিম ইন্ডিয়ার মেয়েরা। বলা বাহুল্য, আজ পাকিস্তানের বিপক্ষে মোটামুটি প্রায় সকলেই রান পেয়েছেন। তবে সবচেয়ে বেশি রান এসেছে হারলিন দেওলের ব্যাট থেকে। এদিন তাঁর হাত ধরে 46 রানের যোগদান পেয়েছিল টিম ইন্ডিয়া। আর তাতেই সর্বসাকুল্যে নির্ধারিত 50 ওভারে প্রতিপক্ষ পাকিস্তানকে 248 রানের লক্ষ্য দেয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমেই একেবারে নাজেহাল হয়ে পড়েছিলেন পাক ব্যাটাররা। এদিন ভারতের আগুনে বোলিংয়ের সামনে টিকে থাকা দায় হয়ে উঠেছিল পাক ওপেনারদের পক্ষে। 12 বল খেলে 2 রানে আউট হয়ে যান মুনিবা আলি। 24 বল অপচয় করে 6 রানে উইকেট হারান সাদাফ শামাসও। দুই তারকাকে হারিয়ে কার্যত ধুঁকছিল পাকিস্তান। যদিও মাঝপথে দলের হাল ধরেন পাক ব্যাটার আমিন। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতেই 81 রানের যোগদান পায় পাকিস্তান। যদিও সেই রানের মাঝে নিজেদের উইকেট আটকে রাখতে পারেননি ফাতিমারা।

অবশ্যই পড়ুন: ভারতকে অস্বস্তিতে ফেলব না! পাকিস্তানকে জেট ইঞ্জিন সরবরাহের জল্পনা ওড়াল রাশিয়া

রবিবার রাত যত গড়ায়, প্রত্যাশা মতোই ম্যাচের চাকাও ভারতের দিকেই ফিরছিল। শেষ পর্যন্ত 8 উইকেটে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন পাকিস্তানের মহিলা বোলাররা। তবে কাজের কাজ হলো না। বড় রানের লক্ষ্য তাড়া করা তো দূর, কিছুদূর এসেই হাত তুলে নিলেন তাঁরাও। যার জেরে এশিয়া কাপের 3 রবিবার মিলিয়ে চতুর্থ রবিবারেও ভারতের কাছে পরাস্ত হলো পাকিস্তান। ভারতের হরমনপ্রীত বনাম পাকিস্তানের ফাতিমার মস্তিষ্ক যুদ্ধের ফলাফলটাও ঘুরলো ভারতের পক্ষে। সেই সূত্রেই, রবির রাতে 88 রানের বিরাট ব্যবধানে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ভারতের মেয়েরা বোঝালেন, যা সম্ভব নয়… তা নিয়ে দম্ভ না দেখানোই ভাল!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join