ষষ্ঠীর দিন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল, কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ?

Published on:

India Vs Pakistan Live Streaming Asia Cup 2025 Final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি এশিয়া কাপে একের পর এক ম্যাচ জিতে ক্ষমতা জাহির করেছে ভারতীয় দল। শেষবারের মতো গতকাল, শ্রীলঙ্কাকে সুপার ওভারে উড়িয়ে দেওয়ার সুবাদে, আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামবে সূর্য বাহিনী। বলা বাহুল্য, এশিয়া কাপের 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে একে অপরের মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কাজেই, 28 তারিখের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কোথায় একেবারে বিনামূল্যে দেখবেন ভারত বনাম পাক ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং (India Vs Pakistan Live Streaming)?

কোথায় গড়াবে ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচ?

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী 28 সেপ্টেম্বর, তিথি অনুযায়ী দুর্গাষষ্ঠীর দিন ভারতের মুখোমুখি হবে তারা। বলে রাখা ভাল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত 8টা থেকে শুরু হবে এই ম্যাচ। টস হবে সন্ধ্যা সাড়ে 7টায়।

অবশ্যই পড়ুন: চরম নাটকীয়তা! রান আউট হয়েও কেন আউট হলেন না শনাকা, যা বলছে ICC-র নিয়ম

কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ভারত বনাম পাক ফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?

চলতি এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব রয়েছে সনি নেটওয়ার্কের হাতে। সেই সূত্রেই, এশিয়া কাপের বিগত প্রত্যেকটি ম্যাচ সনি স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পেরেছেন দর্শকরা। আসন্ন ফাইনাল ম্যাচটিও সনি স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে দেখতে পারবেন আপনারা। এছাড়াও সাবস্ক্রিপশনের বিনিময়ে সনি লিভ অ্যাপে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি দেখা যাবে। তাছাড়াও ফ্যানকোড, জিও টিভির মতো প্ল্যাটফর্ম তো রয়েছেই। কিন্তু একেবারে বিনামূল্যে কোথায় দেখবেন এই ম্যাচ?

বলে দিই, ডিডি স্পোর্টস টিভি চ্যানেলটি এশিয়া কাপের ম্যাচগুলি দর্শকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উপস্থাপন করে আসছে। ফলে, আগামীকাল ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ফাইনালও একেবারে নিখরচায় এখানেই দেখতে পাবেন দর্শকরা। তাছাড়াও, গত ভারত বনাম ওমানের ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখা গিয়েছিল সনি লিভ অ্যাপে। অনেকেই মনে করছেন হয়তো এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি সকলকে বিনামূল্যে দেখার সুযোগ করে দিতে পারে সনি। কাজেই, সনি লিভ অ্যাপেও চোখ রাখতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥