এই দিনই গড়াবে এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ! প্রকাশ্যে বড় আপডেট

Published:

India vs Pakistan match in Asia Cup 2025 will be played on this date
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একদিকে পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে, অন্যদিকে ক্রমশ এগিয়ে আসছে এশিয়া কাপ। এমতাবস্থায়, ভারত বনাম পাকিস্তান ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলেই।

তাছাড়াও, এশিয়া কাপ ঠিক কবে নাগাদ অনুষ্ঠিত হবে তারও কোনও চূড়ান্ত সূচি প্রকাশ্যে আনেনি ACC। এহেন আবহে বেশ কয়েকটি রিপোর্ট বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সেই সাথে গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচও (India Vs Pakistan)। হ্যাঁ, এশিয়া কাপের সময় জানানোর পাশাপাশি রিপোর্টগুলিতে ভারত বনাম পাকিস্তান ম্যাচের তারিখও উল্লেখ করা হয়েছে।

কবে নাগাদ অনুষ্ঠিত হবে এশিয়া কাপ?

প্রথমেই বলে রাখি, এশিয়া কাপ ঠিক কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে বেশ কয়েকটি সূত্র ও প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের 5 তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপের যাত্রা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, 5 সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে 21 সেপ্টেম্বর। অর্থাৎ 17 দিন ধরে চলবে এই টুর্নামেন্ট। তাহলে ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

এই দিন গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ!

সর্বভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপ 2025 টুর্নামেন্ট শুরু হওয়ার পর 7 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তানের দুর্ধর্ষ ম্যাচ। তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এই প্রতিবেদন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে খবর ছাপালেও, বর্তমানে যা পরিস্থিতি তাদের আদৌ পশ্চিমের দেশের সাথে কোনও রকম টুর্নামেন্টে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে। তবে বলে রাখি, এশিয়া কাপ থেকে এখনও নাম প্রত্যাহার করেনি ভারত, পাকিস্তান কোনও দলই। কাজেই আশা থেকেই যায়।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই শুরু ডুরান্ড কাপ, প্রতিপক্ষ কে?

উল্লেখ্য, একাধিক রিপোর্ট অনুযায়ী 2025 এশিয়া কাপ গড়াবে টি টোয়েন্টি ফরম্যাটে। কেননা, বছর ঘুরলেই অপেক্ষা করছে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত সেই সব কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে 20 ওভারের ফরম্যাটে। সেক্ষেত্রে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুই মহা তারকার কেউই এই এশিয়া কাপে অংশ নিচ্ছেন না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join