ভারত বনাম পাকিস্তান WCL সেমিফাইনাল থেকে সরল স্পনসর, আদৌ গড়াবে ম্যাচ?

Published on:

India Vs Pakistan WCL Semifinal Match Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শিরোনামে WCL। এবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের শিরোনামে ওঠার কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। সম্প্রতি, গ্রুপপর্বে পাক ম্যাচ বয়কট করেছিলেন ভারতীয় কিংবদন্তিরা। যার জেরে কম প্রতিক্রিয়া দেখায়নি পাকিস্তান।

তবে এবার ওই একই আসরে সেমিফাইনালের মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাহলে কি এবারেও একই পথে হাঁটবেন ভারতীয় লেজেন্ডসরা? কী করবেন শিখর ধাওয়ান থেকে শুরু করে হরভজন সিংরা? উঠছে প্রশ্ন। এদিকে, এই হাই ভোল্টেজ ম্যাচ শুরুর আগেই ওই ম্যাচ থেকে নাম সরিয়ে নিয়েছে ভারতীয় সংস্থা।

পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে নামবেন ভারতীয়রা?

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে বয়কট করেছিলেন ভারতীয় কিংবদন্তিরা। তবে সেটা গ্রুপ স্তরের ম্যাচ হওয়ায় শিখর ধাওয়ান সহ অন্যান্য ভারতীয় মহাতারকাদের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে ম্যাচ বাতিল করে দেন আয়োজকরা। যে ঘটনার পর পাকিস্তান থেকে একাধিক কড়া প্রতিক্রিয়া এসেছে! পাকিস্তানের তরফে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয়েছে আন্তর্জাতিক ম্যাচে এই কাজ করে দেখাও!

এমতাবস্থায়, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের লেজেন্ডসদের সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা। এদিকে ভারতের তরফে আপাতত কোনও প্রতিক্রিয়া নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, গ্রুপ পর্বের ম্যাচে সম্ভব হলেও নক আউট ম্যাচ বয়কটের সুযোগ নেই। তাহলে কি পাকিস্তানের বিরুদ্ধে নামতেই হবে ভারতকে?

সূত্রের খবর, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে একপ্রকার রাজি হয়ে গিয়েছে BCCI। যার কারণে নানা মহলে সমালোচিত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। একই সাথে প্রশ্ন উঠছে এশিয়া কাপে হলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে কেন নয়? হয়তো সেই সূত্র ধরেই, আগামীকালের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারে ভারত! তবে সবটাই নির্ভর করবে আগামী কয়েক ঘণ্টার সিদ্ধান্তের উপর।

অবশ্যই পড়ুন: ৩১ সেনা জওয়ানকে নিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ল বাস! ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে

পাকিস্তানের ম্যাচ থেকে সরে গেল স্পনসর

রিপোর্ট অনুযায়ী, ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে তীব্র ধোঁয়াশার মাঝে হঠাৎ দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ থেকে স্পনসর হিসেবে নাম প্রত্যাহার করে নিলো ভারতীয় ট্রাভেল সংস্থা ইজমাইট্রিপ। প্রতিবেশী পাকিস্তানের সাথে চলমান উত্তেজনাকে সামনে রেখে সংস্থার কর্ণধার স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসের সাথে হাত মিলিয়ে ক্রিকেট ম্যাচ সম্ভব নয়!

India Vs Pakistan WCL Semifinal Match Update

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥