বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিরিজ হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে একতরফা জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই সাফল্যের পর আজ, 29 অক্টোবর থেকে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে সূর্যকুমার যাদবেরা। 5 ম্যাচের এই কুড়ি ওভারের যাত্রা শেষ হলেই দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজের (India Vs South Africa) প্রস্তুতি শুরু করবে টিম ইন্ডিয়া। বলা বাহুল্য, আগামী নভেম্বরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2টি টেস্ট খেলবে ভারত। এরপর 3 ম্যাচের ওয়ানডে এবং 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। আর তার আগেই ভারতীয় দল নিয়ে উঠে আসছে 4 চাঞ্চল্যকর খবর।
জাতীয় দলে ফিরবেন মহম্মদ শামি?
শেষবারের মতো ওয়ানডে খেলেছিলেন গত চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে লাল বলের সংস্করণে তাঁকে শেষ দেখা গিয়েছিল 2023 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এরপর থেকে দীর্ঘদিন ফিটনেসজনিত কারণ নিয়ে জাতীয় দলে উপেক্ষিত তিনি। তবে ভারতীয় দলের নির্বাচকরা মুখ ফিরিয়ে রাখলেও নিজস্ব অস্ত্রে প্রতি মুহূর্তে শান দিয়ে চলেছেন শামি। সেই সূত্রেই, চলতি রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছেন তিনি। এরই মাঝে উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, মহম্মদ শামির বর্তমান ফর্ম দেখে আগামী নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে দলে ফেরাতে পারে ম্যানেজমেন্ট।
ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে কামব্যাক হার্দিক পান্ডিয়ার!
গত এশিয়া কাপের ম্যাচ চলাকালীন আচমকা পেশীতে চোট পেয়েছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সেই চোট পুরোপুরি সেরে না উঠার কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল হয়েছিল তাঁর। তবে শোনা যাচ্ছে, এই মুহূর্তে পুরোপুরি সুস্থ হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজের আগে নিজেকে পুরোপুরি ফিট করে তুলবেন তিনি। News 24 এর রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে কুড়ি ওভার এবং একদিনের সংস্করণে ভারতীয় দলে সুযোগ পাবেন হার্দিক।
ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না আইয়ার
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় পেছন দিকে ছুটে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে জোরালো চোট পেয়েছিলেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার। যার কারণে তড়িঘড়ি ম্যাচের মাঝেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে দীর্ঘ স্ক্যান প্রক্রিয়ার পর বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন ভারতীয় ক্রিকেটার। যদিও আপাতত খেলোয়াড়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। সেই সাথে, আইসিইউ থেকেও বের করা হয়েছে তাঁকে। তবে পুরোপুরি সুস্থ হলে আইয়ার ঠিক কবে দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। তাছাড়াও দেশে ফিরেই মাঠে নামাটা তাঁর পক্ষে যথেষ্ট কঠিন হবে। তাই বাড়তি ঝুঁকি না নিয়ে হয়তো তাঁকে বিশ্রাম দেবে বোর্ড। যার জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে খেলা হবে না আইয়ারের।
অবশ্যই পড়ুন: PCB-র চুক্তি প্রত্যাখ্যান! অধিনায়কত্ব যেতেই ফোঁস করে উঠলেন মহম্মদ রিজওয়ান
টি-টোয়েন্টি দলের অধিনায়ক বদল!
বিগত দিনগুলিতে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সফল হলেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। সম্প্রতি এশিয়া কাপেও অধিনায়ক সূর্যকে তাঁর ব্যর্থতার পরিধি বাড়াতে দেখা গিয়েছিল। যার কারণে যথেষ্ট হতাশ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। বেশ কয়েকটি সূত্র বলছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও যদি রান করতে না পারেন সূর্য, সেক্ষেত্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে অধিনায়কের পদ ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি মিলিয়ে ভারতীয় দলের তিন সংস্করণেরই অধিনায়ক হয়ে যাবেন শুভমন গিল।












