স্ট্রার্টিং প্রাইস মাত্র ৬০ টাকা, আজ থেকেই মিলবে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের টিকিট

Published:

India Vs South Africa Eden Gardens test tickets sale death revealed
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উৎসবের মরসুম শেষ হলে আসন্ন নভেম্বরে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে খেলতে আসবেন শুভমন গিলরা। আগামী 14 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট (India Vs South Africa) গড়াবে সেখানেই। যা শহরবাসীর কাছে উৎসবের থেকে কিছু কম নয়। এবার সেই ম্যাচের টিকিট বিক্রি নিয়ে ক্রিকেটপ্রেমীদের বড় উপহার দিলেন CAB সভাপতি সৌরভ গাঙ্গুলি।

কবে থেকে শুরু হচ্ছে ইডেন ম্যাচের টিকিট বিক্রি? দামই বা কত?

দীপাবলির শুভ মুহূর্ত অর্থাৎ উৎসবের আবহে ইডেনে অনুষ্ঠিতব্য ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের বড় উপহার দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। CAB এর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, আজ অর্থাৎ 20 তারিখ কালীপুজোর দিন দুপুর 12 টা থেকেই শুরু হয়ে যাচ্ছে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের টিকিট বিক্রি।

বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, জোম্যাটোর ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে এই টিকিট বুক করতে পারবেন দর্শকরা। সবচেয়ে খুশির খবর, ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের টিকিট প্রাইস শুরু হচ্ছে মাত্র 300 টাকা থেকে। অর্থাৎ 5 দিনের টেস্টে দিন প্রতি 60 টাকা করে খরচ হবে ভক্তদের। এছাড়াও, 750, 1,000 এবং 1250 টাকারও টিকিট রয়েছে।

বলা বাহুল্য, 300, 750, 1,000 বা 1200 এগুলো সবই টিকিটের সিজন মূল্য। অর্থাৎ পাঁচ দিনের ম্যাচের মোট প্যাকেজ। তবে একজন ক্রিকেট ভক্ত চাইলে শুধুমাত্র একদিনের টিকিটও কাটতে পারবেন সর্বনিম্ন 60 টাকা দিয়ে। প্রথমদিকে জানানো হয়েছিল টেস্টের টিকিট বিক্রি শুরু হবে দীপাবলীর পর। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কালীপুজোর দিন থেকেই টিকিট বিক্রি শুরু করে দিচ্ছে CAB।

India Vs South Africa Eden Gardens test tickets sale

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের কাছে হার, তাও এই অঙ্কে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা হবে ভারতের

উল্লেখ্য, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে 2-0 ব্যবধানে জিতেছে ভারত। বলে রাখা ভাল, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট ম্যাচগুলি দিল্লিতে গড়িয়েছিল সেগুলিই কলকাতার ইডেনে হওয়ার কথা ছিল। অন্যদিকে 14 থেকে 18 নভেম্বরের ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট হওয়ার কথা ছিল দিল্লিতে। তবে এই সময়ে দিল্লিতে দূষণের পরিমাণ মাত্রা ছাড়িয়ে যায়। তাই ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে দিল্লির ম্যাচ ইডেনের সাথে অদল বদল করে নেওয়া হয়েছে। এখন দেখার ওয়েস্ট ইন্ডিজের মতো দক্ষিণ আফ্রিকাকেও ভারত চুনকাম করে হারাতে পারে কিনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join