মহিলা বিশ্বকাপের ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ভারত না দক্ষিণ আফ্রিকা, চ্যাম্পিয়ন হবে কে?

Published:

India Vs South Africa Final rainy update and new equation
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একদিকে সেমিফাইনালে ইংল্যান্ডকে 125 রানে গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনালে (India Vs South Africa) জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, সেমির মঞ্চে শক্তিশালী অস্ট্রেলিয়া বধ করে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে, ভারতের নারী দল। ম্যাচটি গড়াবে আগামীকাল, নভি মুম্বইয়ে। তবে শেষ পর্যন্ত ফাইনালে যদি বাগড়া দেয় বৃষ্টি, সে ক্ষেত্রে খেলা বাতিল হলে কোন দল চ্যাম্পিয়ন হবে? জেনে নিন গোটা সমীকরণ।

ফাইনালের দিন কেমন থাকবে আবহাওয়া?

জানিয়ে রাখি, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের দিন নভি মুম্বইয়ের তাপমাত্রা থাকবে 31 ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট বলছে, এদিন ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা 25 শতাংশ। পরের দিন অর্থাৎ 3 নভেম্বরও নভি মুম্বইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 25 শতাংশ বা তার বেশি। এদিনও সেখানকার তাপমাত্রা থাকবে 31 ডিগ্রী সেলসিয়াস। সব মিলিয়ে, দুইদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই শেষ পর্যন্ত যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়, তাহলে কে হবেন এবারের চ্যাম্পিয়ন?

বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে কোন দল চ্যাম্পিয়ন হবে?

বৃষ্টির কারণে নভি মুম্বইয়ের মাটিতে ম্যাচ বাতিলের ঘটনা নতুন নয়। মহারাষ্ট্রের এই শহরের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গড়াবে আগামীকালের ম্যাচ। সে ক্ষেত্রে বৃষ্টির কারণে যদি সেই ম্যাচ ভেস্তে যায়, তবে 2 নভেম্বরের ম্যাচ 3 নভেম্বর অনুষ্ঠিত হবে। যদি সেদিনও নভি মুম্বইয়ে বৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত খেলা পুনরায় আয়োজন করা না যায়। তবে পয়েন্ট টেবিলে পয়েন্টের নিরিখে এগিয়ে থাকা দলটিকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে। সহজ হিসেব বলে, এই মুহূর্তে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট 10। অন্যদিকে ভারতীয় মহিলা দলের পয়েন্ট 7। কাজেই, পরপর দুইদিন ম্যাচে বৃষ্টি বাগড়া হলে, পয়েন্টের হিসেবে প্রথমবারের মতো মহিলা ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে দক্ষিণ আফ্রিকা।

অবশ্যই পড়ুন: দু-একদিনের মধ্যে এশিয়া কাপের ট্রফি… মুখ খুললেন BCCI সচিব

ফাইনালের জন্য ভারতের সম্ভাব্য একাদশ

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিচে উল্লিখিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত-

শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, আমঞ্জট কৌর, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), রাধা যাদব, ক্রান্তি গৌর, মিঃ চারানি ও রেনুকা সিং ঠাকুর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join