জল্পনাতেই সিলমোহর! ভারতের হাইভোল্টেজ ম্যাচ পেয়ে গেল ইডেন গার্ডেন্স, সিদ্ধান্ত জানাল BCCI

Published on:

India vs South Africa match shifted from Delhi to Eden Gardens in Kolkata

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনাতেই পড়ল সীলমোহর। গত 5 জুন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের ভেন্যু বদল নিয়ে একটি সম্ভাবনার খবর করেছিলাম আমরা। এবার সেই সম্ভাবনাতেই সায় দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, 2025-26 মরসুমের জন্য সিনিয়র পুরুষ ও মহিলা দলের আন্তর্জাতিক হোম ফিক্সচারে পরিবর্তন আনল BCCI।

তবে সেই পরিবর্তনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আগামী 14 নভেম্বর রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ স্থানান্তরিত হল কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। আপাতত যা খবর, পুরনো সিদ্ধান্ত থেকে সরে এসে মূলত দিল্লির পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ও প্লেয়ারদের সুস্বাস্থ্য চিন্তা করে ক্রিকেটের নন্দনকাননে সরিয়ে আনা হল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ।

কলকাতার ম্যাচ পেয়ে গেল দিল্লিও

জানিয়ে রাখি, আসন্ন নভেম্বরের 14 তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়ার কথা ছিল। তবে প্রতিবছর নভেম্বরের ওই সময়টায় দিল্লিতে বায়ু দূষণ মাত্রা ছাড়িয়ে যায়। মূলত কালো ধোয়ার চাদরে ঢেকে যায় গোটা দিল্লি। কাজেই এইসব কথা চিন্তা করে ও প্লেয়ারদের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার নভেম্বরের ম্যাচ স্থানান্তরিত হল কলকাতার ইডেনে। আসলে দুই স্টেডিয়ামের মধ্যে ম্যাচ অদল বদল করে নিয়েছে বোর্ড।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের ম্যাচ পেয়েছে কলকাতা। অন্যদিকে অক্টোবরে ইডেনে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একটি টেস্ট চলে গেল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সব মিলিয়ে, ভারতীয় দলের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ অদল বদল করে নিলো রাজধানী দিল্লি ও অবিভক্ত রাজধানী কলকাতা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে ম্যাচ অদল বদলের কারণ হিসেবে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, শীতের রাজধানীতে দূষণের পরিমাণ মাত্রা ছাড়িয়ে যায়। তাই নভেম্বরের সময়টায় দূষণ এড়াতে ও ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ইডেনে সরিয়ে আনা হল ম্যাচ।

অবশ্যই পড়ুন: পাকিস্তান থেকে এবার পাল পাল গাধা কিনছে চিন! হু হু করে বাড়ছে দাম, বিরাট প্ল্যান বেজিংয়ের

উল্লেখ্য, আসন্ন অক্টোবরের 2 তারিখ থেকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ রয়েছে। যার মধ্যে প্রথম টেস্টি আয়োজিত হবে 2 অক্টোবর থেকে 6 অক্টোবর পর্যন্ত আহমেদাবাদে, অন্যদিকে দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে 10 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত নয়া দিল্লিতে।

একইভাবে পরের মাস অর্থাৎ নভেম্বরে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। মূলত এদেশে ভারতীয় দলের বিরুদ্ধে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। আর সেই আসরের প্রথম টেস্ট আয়োজিত হবে 14 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত কলকাতায়। বাকি অংশের টেস্ট তথা দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে 22 নভেম্বর থেকে 25 নভেম্বর, গুয়াহাটিতে। এরপর একে একে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই অংশ নেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥