অশ্বিনের ৮ বছরের রেকর্ড ভাঙবেন বরুণ চক্রবর্তী! KKR-র বোলারের সামনে ইতিহাস সৃষ্টির সুযোগ

Published on:

varun chakravarthy india

কলকাতাঃ বর্তমানে সাউথ আফ্রিকার সফরে রয়েছে ভারতীয় দল। প্রোটিয়াদের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এর মধ্যে ইতিমধ্যে ২টি ম্যাচ হয়েও গিয়েছে। যেখানে ভারত ও সাউথ আফ্রিকা ১ টি করে ম্যাচ জিতেছে। আজ তৃতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ম্যাচে বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) কাছে রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ রয়েছে।

WhatsApp Community Join Now

সাউথ আফ্রিকার বিরুদ্ধে T20 ম্যাচে সবথেকে সফল বোলার হিসেবে উঠে এসেছেন কলকাতা নাইট রাইডার্সের রিটেন করা প্লেয়ার বরুণ চক্রবর্তী। সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম T20 তে বরুণ ৩ টি উইকেট পেয়েছিলেন। এরপর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে একাই খেলা ঘুরিয়ে দিয়েছিলেন। তবে, ভাগ্যক্রমে সেই ম্যাচে জেতা হয়নি টিম ইন্ডিয়ার। এবার বরুণের সামনে একটি বড় রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে।

রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড ভাঙবেন বরুণ চক্রবর্তী

ভারতীয় দলের মিস্ট্রি স্পিনার হিসেবে খ্যাত বরুণ চক্রবর্তী আর দুই উইকেট নিলেই রবিচন্দ্রন অশ্বিনকে ছুঁয়ে ফেলবেন। আসলে ভারতীয় দলের তরফে এখনও পর্যন্ত T20-র দ্বিপাক্ষিক সিরিজে সবথেকে বেশি উইকেট নেওয়ার নজির রবিচন্দ্রন অশ্বিন ও রবি বিষ্ণোইয়ের নামে রয়েছে। অশ্বিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৫-১৬ সালে ৯ উইকেট নিয়েছিলেন। আর রবি বিষ্ণোই ২০২৩-২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেট নিয়েছিলেন। বর্তমানে বরুণ চক্রবর্তী এই সিরিজে ৭ উইকেট নিয়েছেন।

বরুণ চক্রবর্তীকে রিটেন করেছে KKR

বলে দিই, বর্তমানে বরুণ চক্রবর্তীর বৃহস্পতি একদম তুঙ্গে রয়েছে। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর এখন নিয়মিত তিনি ভারতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন। তবে শুধু সুযোগ পাওয়াই নয়, রীতিমত তিনি নিজের প্রতিভার প্রদর্শনও করছেন। ওদিকে, KKR যখন শ্রেয়স আইয়ার, মিচেল স্টার্কের মতো প্লেয়ারদের ছেড়ে দিয়েছে। তখন বরুণ চক্রবর্তীর উপর ভরসা রেখে মোটা টাকায় তাঁকে রিটেন করেছে।

সঙ্গে থাকুন ➥
X