চরম নাটকীয়তা! রান আউট হয়েও কেন আউট হলেন না শনাকা, যা বলছে ICC-র নিয়ম

Published on:

India Vs Sri Lanka match super over why was shanaka given not out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন আউট হবেন না শ্রীলঙ্কার ব্যাটসম্যান দাসুন শনাকা? গতকাল আম্পায়ারের কাছে এই প্রশ্নটাই রেখেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন সুপার ওভার (India Vs Sri Lanka) চলাকালীন চরম নাটকীয়তা দেখেছিলেন দর্শকরা। ক্যাচ আউট না হলেও পরিস্কার রান আউট ছিলেন লঙ্কান ব্যাটার। কিন্তু তা সত্ত্বেও তাঁকে আউট দিলেন না তৃতীয় আম্পায়ার। তাই মাঠে আম্পায়ারের কাছে আউট না হওয়ার কারণ জানতে চান সূর্য। পরে ক্রিকেটের নিয়ম জেনে কার্যত মাথার চুল ছিঁড়তে শুরু করেন গিলদের অধিনায়ক।

ঠিক কোন নিয়মে আউট হলেন না শনাকা?

গতকাল, ভারতের ছুঁড়ে দেওয়া 202 রানের লক্ষ্য পূরণ করতে না পারলেও সমসংখ্যক রান করে ফেলেছিল শ্রীলঙ্কা। ফলে স্বাভাবিকভাবেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। বল করছিলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। এহেন আবহে, ওভারের চতুর্থ বল মিস করেন লঙ্কান ক্রিকেটার শনাকা। বল চলে যায় সোজা সঞ্জু স্যামসনের হাতে। এরপর কট বিহাইন্ডের আবেদন জানায় ভারতীয় দল। আম্পায়ারও আউটের ইশারা করেন।

তবে সবচেয়ে মজার বিষয়, আম্পায়ার যতক্ষণে আউট দিয়েছেন সেই সময়ে লঙ্কান ব্যাটসম্যান দৌড়ে স্টাম্পের উল্টো প্রান্তে প্রায় চলে এসেছেন। এদিকে বল হাতে থাকায় তড়িঘড়ি সেটি উইকেটে ছুঁড়ে তাঁকে আউট করে দেন সঞ্জু। সূর্যরা নিশ্চিত হয়ে যান, শনকা হয় কট বিহাইন্ড অথবা রান আউট হয়েছেন। কিন্তু চূড়ান্ত নাটকীয়তা শুরু হয় এরপরই।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের দাবিতেই মান্যতা! সূর্যকুমার যাদবকে শাস্তি দিল ICC

সূর্যরা ভেবেছিলেন শনাকা আউট হয়ে যাওয়ায় এখানেই শেষ হবে লঙ্কানদের ইনিংস। কিন্তু তেমনটা হল না। স্ক্রিনে রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিলেন শনকা আউট হবেন না। তাঁর যুক্তি, বল একেবারেই ব্যাটে লাগেনি। তাই কট বিহাইন্ড হচ্ছে না। কিন্তু তিনি তো স্পষ্ট রান আউট হয়েছেন। তাহলে আউট নন কেন? এমন প্রশ্নের উত্তর জানতেই আম্পায়ারের কাছে হাজির হন সূর্যকুমার।

ভারতীয় তারকা প্রশ্ন তোলেন, কেন, কোন নিয়মে (ICC-র নিয়ম) আউট হবেন না শনাকা? ভারতীয় অধিনায়কের তরফে প্রশ্ন পেতেই তাঁকে ক্রিকেটেনিয়ম বোঝাতে শুরু করেন আম্পায়ার। ESPN এর রিপোর্ট বলছে ক্রিকেট সংক্রান্ত আইন অনুযায়ী, একজন আম্পায়ার কোনও ব্যাটসম্যানকে আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই বলটি ডেড বল হয়ে যায়। ফলে এরপর যদি কোনও রান আউটও হয়ে থাকে, তাহলে সেটি আউট হিসেবে গণ্য করা হয় না। মূলত সেই আইনেই লঙ্কান তারকাকে আউট দেওয়া হয়নি। তিনি আউট হয়েও বেঁচে গিয়েছেন! যদিও এই নিয়ম বুঝতে কার্যত মাথা চুলকাতে হয়েছিল স্কাইকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥