বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের কাছে ফলো অন খাওয়ার পর দ্বিতীয় টেস্টের (India Vs West Indies) চতুর্থ দিনে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল এবং শাই হোপের দুরন্ত সেঞ্চুরিতে ভারতের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখেছিল ক্যারিবিয়ান দল। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্য পূরণ করে প্রথম টেস্ট জয়ের পর গোটা সিরিজই পকেটে পুরল শুভমন গিলের ভারত।
সহজ লক্ষ্য তাড়া করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া
140 রান এবং 1 ইনিংসে প্রথম টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে বড় ধাক্কা দিয়েছিল টিম ইন্ডিয়া। তবে সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে দিল্লির দ্বিতীয় টেস্টে নিজেদের ছন্দে ফেরানোর চেষ্টা করে ক্যারিবিয়ানরা। বলা বাহুল্য, ভারতীয় দলের পাহাড় প্রমাণ রানের সামনে দাঁড়িয়ে 248 এই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। যার জেরে বাধ্য হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয় তাদের। সেই আসরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল ভারতের প্রতিপক্ষ। দ্বিতীয় ইনিংস শেষে 390 রান তুলে ভারতকে 121 রানের টার্গেট দেয় রস্টন চেজের দল।
প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের শুরুটা খুব একটা আহামরি হয়নি টিম ইন্ডিয়ার। তবে ধীরে ধীরে ম্যাচের মোড় ঘুরতে থাকে ভারতের দিকেই। এদিন কে এল রাহুল এবং সাই সুদর্শনের অনবদ্য ইনিংস ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছে। বলে রাখি, মঙ্গলবার রাহুলের ব্যাট থেকে 108 বলে 58 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে সাই সুদর্শন আউট হলেও করে দিয়ে গেছেন 39 রান। আর সেই সূত্রেই বহু অপেক্ষিত টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিল ভারত।
অবশ্যই পড়ুন: রামকৃষ্ণ সেতু নিয়ে গোলযোগ! আগামীকাল থেকে আরামবাগে অনির্দিষ্ট কালের জন্য বাস ‘ধর্মঘট’
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জয়ের আগে আসল কাজটা করেছিল ভারতীয় বোলিং বিভাগ। দিল্লি টেস্টের চতুর্থ দিনে একেবারে জ্বলে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই জ্বলন্ত আগুনে জল ছিটিয়ে কামাল দেখিয়েছে টিম ইন্ডিয়ার দাপুটে বোলাররা। এদিন মহম্মদ সিরাজ থেকে শুরু করে কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ যথাক্রমে, দুই এবং তিনটি করে উইকেট পেয়েছেন। এছাড়াও একটি করে উইকেট এসেছে, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের হাত থেকে। বলাই যায়, ওয়েস্ট ইন্ডিজকে প্রথমেই আটকে দিয়েছিল ভারতের বোলাররা। আর সেজন্যই কম লক্ষে জিততে পারল রাহুলদের দল।