বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2030 কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পেল ভারত। দেশের এক বড় শহরে অনুষ্ঠিত হবে এই বিশেষ টুর্নামেন্ট (2030 Commonwealth Games)। ইতিমধ্যেই সেই খবর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। না বললেই নয়, শেষবারের মতো রাজধানী দিল্লিতে 2010 সালে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। যা ছিল ভারতের মাটিতে প্রথম।
কোথায় গড়াবে 2030 কমনওয়েলথ গেমস?
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তাঁর এক্স হ্যান্ডেলে খুব স্পষ্ট করে জানিয়েছেন, ‘2030 সালে গুজরাতের আহমেদাবাদ শহরে কমনওয়েলথ গেমস আয়োজন করা হবে। যা ভারত এবং গুজরাত রাজ্যের জন্য বিরাট গর্বের বিষয়। এই বিশেষ মুহূর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে বিশ্বমানের অবকাঠামো ও ক্রীড়া প্রতিভা লালনপালনের দৃষ্টিভঙ্গির বড় প্রমাণ।’
অনুভূতি প্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী
ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী, দেশের মাটিতে ফের কমনওয়েলথ গেমস আয়োজিত হতে চলেছে, যেই খবর জানতে পেরেই আনন্দিত গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সোশ্যাল মিডিয়ায় সেই অনুভূতি ভাগ করতে গিয়ে তিনি লিখেছেন, ‘গুজরাত এবং ভারতের জন্য এটা গর্বের মুহূর্ত! কমনওয়েলথ স্পোর্টস নির্বাহী বোর্ড 2030 কমনওয়েলথ গেমসের প্রস্তাবিত আয়োজক শহর হিসেবে আহমেদাবাদকে সুপারিশ করেছে। এই ঐতিহাসিক অর্জন আহমেদাবাদকে ভারতের ক্রীড়া রাজধানী করার লক্ষ্যে আমাদের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে ধন্যবাদ তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং বৈশ্বিক ক্রীড়া উৎকর্ষতার প্রতি ভারতের অটল প্রতিশ্রুতির জন্য।’
অবশ্যই পড়ুন: রঞ্জিতে নিজের জাত চেনালেন টিম ইন্ডিয়ায় ব্রাত্য মহম্মদ শামি
উল্লেখ্য, আগামী 2026 সালে কমনওয়েলথ গেমস আয়োজিত হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। এতে 74টি দেশ মিলিয়ে কম করে 3000 ক্রীড়াবিদ অংশ নিতে পারেন। এই টুর্নামেন্ট শেষ হলে 2030 সালে আহমেদাবাদ ফের কমনওয়েলথ গেমসের জন্য হাজির হবেন কয়েক হাজার ক্রীড়াবিদ। বলা বাহুল্য, 2030 সালে শতবর্ষের পদার্পণ করবে, কমনওয়েলথ গেমস। আর এই বিশেষ বছরের টুর্নামেন্টটিই গড়াবে ভারতের মাটিতে। না বললেই নয়, 1930 সালে প্রথমবারের মতো কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেমস। জানিয়ে দিই কেন্দ্র সরকারের লক্ষ্য, 2036 সালের মধ্যে দেশের মাটিতে অলিম্পিক্সেরও আয়োজন করার।