Indiahood-nabobarsho

ভারত নয়, চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারে এই দুই দল! হয়ে গেল ভবিষ্যদ্বাণী

Published on:

India will lose in the icc 2025 champions trophy! predicted by 2 former england cricketers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 8 বছর পর ফের আয়োজিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy)। আয়োজক যেহেতু পাকিস্তান, তাই ভারত বাদে অন্যান্য দলগুলির ম্যাচ অনুষ্ঠিত হবে পাক ময়দানেই। হাইব্রিড মডেল মেনে সংযুক্ত আরব আমিরাতে খেলবে ভারতীয় দল। তবে অপেক্ষার আর খুব একটা দেরি নেই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

19 ফেব্রুয়ারি ICC টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এদিন পাকিস্তানের করাচি স্টেডিয়ামে সম্মুখ সমরে উপস্থিত হবে নিউজিল্যান্ড-পাকিস্তান। এহেন আবহে চ্যাম্পিয়নস ট্রফিতে আসর জমাতে নিজস্ব অস্ত্র ঝালিয়ে নিচ্ছেন বিভিন্ন দেশের খেলোয়াড়রা।

পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে, দলগুলির মূল্যায়নের পাশাপাশি বিজয়ী দল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বহু ক্রিকেট বিশেষজ্ঞ। তবে তাঁদের মধ্যে নজর কেড়েছে ইংল্যান্ডের দুই কিংবদন্তি তারকার মতামত। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দল নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন দুই প্রাক্তন ইংলিশ ক্রিকেটার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী দল নিয়ে দুই ইংল্যান্ড তারকার ভবিষ্যদ্বাণী

চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট শুরু হতে আর খুব একটা দেরি নেই। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই গড়াবে আইসিসির বহু প্রতীক্ষিত টুর্নামেন্ট। তবে তার আগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলিকে নিয়ে নানান জল্পনা-কল্পনা চলছে। টুর্নামেন্ট পর্বের প্রতিটি ম্যাচে দাপট দেখানো থেকে শুরু করে শত্রু শিবিরে আঘাত হেন ফাইনালে পৌঁছানো, এই দীর্ঘ রাস্তায় দলগুলির ভবিষ্যৎ কী হতে চলেছে, তা নিয়ে নানান বক্তব্য প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে সম্প্রতি ইংল্যান্ডের দুই কিংবদন্তি ক্রিকেটার মাইকেল অ্যাথারটন ও নাসির হুসেন আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী দল নিয়ে সাহসী মন্তব্য রেখেছেন। তবে 2 প্রাক্তন ইংলিশ তারকার কারও আত্মবিশ্বাসের ঝুলিতেই জায়গা হয়নি ভারতের। দুজনের ভবিষ্যদ্বাণী থেকেই উঠে এসেছে দুটি ভিন্ন জয়ী দলের নাম।

ভারত নয়, অ্যাথারটনের মতে চ্যাম্পিয়নস ট্রফি জিতবে দক্ষিণ আফ্রিকা

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সফল হবে কোন দল? এমন সমগোত্রীয় প্রশ্নের উত্তরে সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যাথারটন। দক্ষিণ আফ্রিকা দলের বর্তমান ফর্ম ও খেলোয়াড়দের শক্তিশালী পারফরমেন্সকে সামনে রেখে প্রোটিয়াদের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দল হিসেবে বিবেচনা করছেন প্রাক্তন ইংলিশ তারকা।

আরও পড়ুনঃ বিনামূল্যে সহজেই এখানে অভিযোগ করুন ব্যাঙ্কের বিরুদ্ধে, সমাধান না হলে কঠোর শাস্তি দেবে RBI

এ প্রসঙ্গে অ্যাথারটন বলেন, আমি দক্ষিণ আফ্রিকার সঙ্গে যেতে চাই। হ্যাঁ, দলটি বর্তমানে যথেষ্ট শক্তিশালী। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা ক্রমশ নিজেদের দক্ষতা বাড়িয়ে চলেছেন। আমার মনে হয়, প্রোটিয়ারা তাদের ফর্ম ধরে রাখতে পারলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতা তাদের পক্ষে খুব একটা কঠিন হবে না।

অবশ্যই পড়ুন: KKR প্লেয়ারের নেতৃত্বে ILT20-তে প্রথম জয় নাইটদের, অধিনায়ক পেয়ে গেল শাহরুখের দল?

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নাসির হুসেনের ভবিষ্যদ্বাণী

ইংল্যান্ডের কিংবদন্তি তারকা অ্যাথারটনের ভরসার হাত দক্ষিণ আফ্রিকার কাঁধে থাকলেও আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছেন ইংল্যান্ডের আরেক কিংবদন্তি ক্রিকেটার নাসির হুসেন। চ্যাম্পিয়নস ট্রফির বিজয়ী দল প্রসঙ্গে তাঁর বক্তব্য, ভারত বনাম অস্ট্রেলিয়ার আইসিসি 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি দেখবে চ্যাম্পিয়নস ট্রফি।

আরও পড়ুনঃ দু’বার ব্যর্থর পর সফল, মহাকাশে ইতিহাস লিখল ISRO! চতুর্থ দেশ হিসেবে নজির ভারতের

হুসেন বলেন, অস্ট্রেলিয়া কার্যত সব ম্যাচ জিতেছে। তবে টি-টোয়েন্টিতে তাদের হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। আমি মনে করি, অস্ট্রেলিয়া বিশেষ কিছু কারণে 1 নম্বর রয়েছে। আমি শেষ পর্যন্ত চাইব, ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হোক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group