বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে ঘুঁচল অপেক্ষা। গুঁড়িয়ে গেল সমস্ত অপবাদ। দীর্ঘ 8 বছর পর শেষমেষ এশিয়ান অ্যাথলেটিক্সে (Asian Athletics Championship) সোনা জিতল ভারত। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার গুমিতে শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম দিনেই দেশের নাম উজ্জ্বল করেছেন মাত্র 26 বছর বয়সি অ্যাথলিট গলবীর সিং। সেই সাথেই, ভেঙেছে 8 বছরের অপেক্ষা।
দেশের ছেলের বিরাট কীর্তি
আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার গুমিতে শুরু হয়েছিল এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর সেই যাত্রার প্রথম দিনেই দেশের পতাকা রাঙিয়েছেন ভারতের ছেলে গলবীর। জানা যাচ্ছে, 10 হাজার মিটার রেসে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই সফল হয়ে সোনা জিতেছেন সিং। তবে নিজের পাশাপাশি দেশকেও এগিয়ে নিয়ে গেছেন অন্তত কয়েকটা বছর।
8 বছর পর সোনা জিতল ভারত
গলবীরের কীর্তিতে ঘুঁচে গিয়েছে দীর্ঘ 8 বছরের অপেক্ষা। মলিন হয়েছে সমস্ত অপবাদ! কেননা, শেষবারের মতো 2017 সালে এশিয়ার এই ইভেন্টে সোনা জিতেছিল ভারতের জি লক্ষণন। তারপর দীর্ঘ 8টা বছর ভারতের ঝুলিতে কোনও সোনার মেডেল আসেনি। তবে মঙ্গলবার, গলবীরের 10 হাজার মিটার রেসে মঙ্গল কর্মের পর ফের সাফল্যের শিখর ছুঁয়ে দেখল ভারত। বলা বাহুল্য, দীর্ঘ 10 হাজার মিটার রেসে অংশ নিয়ে সফল হওয়ার গল্পটা গলবীরেরই প্রথম।
গলবীরের সোনা জয়ের গল্প
মঙ্গলবার রেসে অংশ নিয়ে বেশিরভাগ সময়েই বাকিদের থেকে এগিয়েছিলেন গলবীর। এদিন মাত্র 28 মিনিট 38 সেকেন্ড ও 63 মিলি সেকেন্ডে 10 হাজার মিটারের রেস সম্পূর্ণ করেন ভারতের গর্ব গলবীর। যদিও তাঁকে জাপানের মেবুকি সুজুকি ও বাহরিনের অ্যালবার্ট কিবিচির কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেরা হয়েছেন তিনিই। যার দরুণ 8 বছরের সোনা পাওয়ার অপ্রাপ্তি ঘুঁচেছে ভারতের।
অবশ্যই পড়ুন: এক ঢিলে দুই পাখি! পাকিস্তান, গাজাকে শিক্ষা দিতে ভারতের এই মারণ অস্ত্র কিনছে ইজরায়েল
উল্লেখ্য, গলবীরের পাশাপাশি 28 মিনিট 43 সেকেন্ড ও 84 মিলিসেকেন্ড সময় নিয়ে রূপো জিতেছেন জাপানের মেবুকি, অন্যদিকে 28 মিনিট 46 সেকেন্ডের থেকে কিছুটা বেশি সময় নিয়ে তৃতীয় হিসেবে ব্রোঞ্জ জিতেছেন গলবীরের আরেক প্রতিদ্বন্ধী কিবিচি।