পারেননি মিতালি, ঝুলনরা! ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে গুঁড়িয়ে সেই ইতিহাস লিখল হরমনপ্রীতের ভারত

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট বলেছিলেন, ‘এই পিচে রান তাড়া করা সহজ।’ শেষ পর্যন্ত নিজের কথা রাখতে পারলেন কই? আসলে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই, ভারতীয় নারী বাহিনীর ক্ষেত্রে এই বাংলা প্রবাদ যেন মন্ত্রের মতো কাজ করেছে। শেফালী বর্মা থেকে শুরু করে স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষদের লড়াইটা যে বিফলে যায়নি তার প্রমান, দক্ষিণ আফ্রিকার পরাজয়। হ্যাঁ, প্রথমে সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ভারতের লড়াকুরা। সেখানেই (India Women Vs South Africa Women) প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ঘুচিয়ে দিল ভারত। প্রতিপক্ষের রাস্তা আটকে নতুনভাবে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে মাখল ভারতীয় নারী বাহিনী।

সম্মিলিত লড়াইয়েই জয় পেল ভারত

রবিবার, টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় মহিলা বাহিনী। সেই মতোই, স্মৃতি মান্ধানাদের হাত ধরে শুরুটা বেশ ভালই হয়েছিল টিম ইন্ডিয়ার। শেষটাও একেবারে রাঙিয়ে দিয়েছিলেন রিচা ঘোষেরা। এদিন প্রথম থেকে শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 উইকেট হারিয়ে নির্ধারিত সময়ে 298 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে সমানে সমানে টক্কর দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা। আজ ভারতের বিপক্ষে ব্যাট উচিয়ে একপ্রকার রাজত্ব করতে দেখা গিয়েছে প্রতিপক্ষের অধিনায়ক লরাকে।

যাঁরা আজকের ম্যাচ দেখেছেন তাঁরা জানবেন, প্রোটিয়াদের অধিনায়ক যদি আজ ব্যাট হাতে শাসন না করতেন, তাহলে বোধহয় ভারতের বিপক্ষে রুখেই দাঁড়াতে পারত না দক্ষিণ আফ্রিকা। বলাই বাহুল্য, আজ দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বড় ইনিংস খেলেছেন লরা। তাঁর ব্যাট থেকেই 98 বলে 11টি চার এবং 1টি ছয়ের নির্ভরযোগ্য ইনিংস পেয়েছে হরমনপ্রীতদের প্রতিপক্ষ। তিনি ছাড়া রবির ম্যাচে ভারতীয় বোলিং আক্রমণের সামনে ব্যর্থ হয়েছেন প্রায় সকলেই। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দক্ষিণ আফ্রিকার হয়ে 3 নম্বরে ব্যাট করতে আসা দাপুটে তারকা অ্যানেক এলিজাবেথ ভারতের সামনে খাতায় খুলতে পারেননি।

অবশ্যই পড়ুন: ঘুষি মেরে ফেলল রাস্তায়! বাড়ির সামনে আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক, গ্রেফতার যুবক

জানলে অবাক হতে হয়, দীপ্তি, শেফালীদের ক্রমাগত আক্রমণের সামনে একেবারে কোনঠাসা হয়ে পড়া দক্ষিণ আফ্রিকা নারী দলের আজকের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন 37 বলে 35 করা অ্যানেরি ডারকসেন। বলাই যায়, আজকের ম্যাচে শেষের দিকে একতরফা দাপট দেখিয়েছে ভারত। অন্যদিকে ব্যাটিং বিপর্যয় নিয়েই প্রথম বারের মতো মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা করেও ব্যর্থতাতেই নাম লেখাতে হল টেম্বা বাভুমাদের দেশের মেয়েদের। জানিয়ে রাখা ভাল, আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে জাদু দেখিয়েছেন ভারতের দুই বোলার দীপ্তি শর্মা এবং শেফালী বর্মা। এই দুই মহিলা তারকা যথাক্রমে 4টি এবং 2টি উইকেট তুলেছেন। এছাড়াও একটি উইকেট তুলেছেন চারানিও।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join