ভারতের জয়ের নেপথ্যে রোহিতের দুই সিদ্ধান্ত, ফাঁস টিম ইন্ডিয়ার সিক্রেট

Published on:

India won 2 ODIs against England in these 2 decisions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 6 ফেব্রুয়ারি নাগপুরের ময়দানে ইংল্যান্ড (England) বাহিনীর ওপর চড়াও হয়েছিল ভারতের (India) ছেলেরা। সেই মতো জোরালো আক্রমণ শানিয়ে প্রথম ওয়ানডে ম্যাচে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল। লক্ষ্য ছিল ইংলিশদের ছাতু করে সিরিজ পকেটে পোরা। সেই লক্ষ্য নিয়েই রবিবারের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে পরাজয় দেখিয়েছে টিম ইন্ডিয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চলতি ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের উইনিং দল বর্তমানে 2-0 ব্যবধানে এগিয়ে। এহেন আবহে প্রকাশ্যে এলো প্রথম এবং দ্বিতীয় ওয়ানডেতে ইংরেজদের হারানোর গোপন কৌশল। হ্যাঁ, বিগত দুই ম্যাচেই দুটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক শর্মা। যা ভাগ্যক্রমে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক হিটম্যানের কোন দুই সাহসী সিদ্ধান্ত ভারতকে জয়ের মুখ দেখালো।

প্রথম ওয়ানডেতে আইয়ারকে নামানো

ইংল্যান্ডের বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি চলতি ওয়ানডে সিরিজের যাত্রা শুরু করেছিল ভারত। আর এই ম্যাচেই নাগপুরের মাঠে প্রাক্তন KKR তারকাকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এদিন শেষ মুহূর্তে বিরাট কোহলি ফিট না হওয়ায় আচমকা শ্রেয়স আইয়ারকে মাঠে নামান রোহিত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ভারতীয় অধিনায়কের এই সিদ্ধান্তের পরই প্রথম ওয়ানডে ম্যাচে আইয়ারের ব্যাট থেকে 36 বলে 59 রানের বড় ইনিংস উপহার পেয়েছে দল। যদিও আইয়ার জানিয়েছিলেন, তাঁর দলে ফেরা পূর্ব পরিকল্পিত ছিল না। ম্যাচের আগের দিন রাতে রোহিত শর্মার ফোন কল পান তিনি। সেখানেই জানতে পারেন কোহলির পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাঁকে।

গিলকে নিয়ে বড় সিদ্ধান্ত

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন ভারতীয় তরুণ শুভমন গিল। খেলোয়াড়ের পারফরমেন্সকে মাথায় রেখে দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই তাঁকে ওপেনিং করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন অধিনায়ক শর্মা। এদিন সম্ভাবনায় সায় দিয়ে যশস্বী জয়সওয়ালকে মাঠের বাইরে পাঠিয়ে বিরাট কোহলিকে জায়গা দিয়েছিল ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: ওয়ানডেতে অভিষেক হতেই বড় সাফল্য বরুণের, শেষ হয়ে যাবে কুলদীপের কেরিয়ার?

ফলত জয়সওয়াল না থাকায় এদিন গিলের ওপর ভরসা করেছিলেন রোহিত। আর তাতেই ধরা দিয়েছে সাফল্য। প্রথম ওয়ানডেতে 3 নম্বরে ব্যাট করতে আসলেও গতকালের ম্যাচে ওপেন করতে নেমে রোহিতের সঙ্গে 136 রানের পার্টনারশিপ গড়েন গিল। রবিবার তার ব্যক্তিগত ইনিংস ছিল 60 রানের।

চ্যাম্পিয়নস ট্রফির আগে দলে সমতা আনতে চাইছেন রোহিত?

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টকে পাখির চোখ করে চলতি ওয়ানডেতে লড়ছে ভারত-ইংল্যান্ড দুই দলই। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে জয়টা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইসিসি ইভেন্টকে মাথায় রেখেই দলের ছেলেদের ঝালিয়ে নিতে চাইছেন রোহিত। আর তাই হয়তো, চোট পাওয়ার পর ফিট হতেই তড়িঘড়ি দুর্বল ফর্মে জড়িয়ে থাকা কোহলিকে মাঠে নামাল রোহিত শর্মা ও তাঁর ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group