বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্টে পরাস্ত হয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই মতোই, শাই হোপদের শতরানে ইনিংসে পরাজয় এড়িয়ে ভারতকে লক্ষ্য দিয়েছিল ক্যারিবিয়ানরা। তবে তা নির্ধারিত সময়ের অনেক আগেই 7 উইকেট হাতে রেখে পূরণ করে ফেলে টিম ইন্ডিয়া। কাজেই, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়ের পর এই মুহূর্তে ক্যারিবিয়ান দলটির সাথে আর কোনও সিরিজ নেই। তাহলে এবার কোন দলগুলির বিরুদ্ধে মাঠে নামবে শুভমন গিল, সূর্যকুমার যাদবের ভারত (Indian Cricket Team)? রইল টিম ইন্ডিয়ার চলতি বছরের 3 সংস্করণের সিরিজসূচি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। আগামী 19 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে পার্থে। 19 তারিখের পর ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে অ্যাডিলেড ওভালে। আগামী 23 অক্টোবর রয়েছে সেই ম্যাচ। এরপর 25 অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ানডে ম্যাচ গড়াবে সিডনি স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজের পর 29 অক্টোবর থেকে অজিদের বিরুদ্ধে 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবেন সূর্যকুমার যাদবেরা। প্রথম ম্যাচটি গড়াবে অস্ট্রেলিয়ার গ্রিফিতে। এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে 31 অক্টোবর, মেলবোর্নে। দুই প্রতিদ্বন্ধীর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি গড়াবে 2 নভেম্বর, নিঞ্জা স্টেডিয়ামে। এবং সবশেষে চতুর্থ এবং পঞ্চম ম্যাচটি 6 নভেম্বর এবং 8 নভেম্বর যথাক্রমে গোল্ড কোস্ট এবং ব্রিসবেনে গড়াবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ
অস্ট্রেলিয়া সিরিজের পর দুটি টেস্ট, 3 ম্যাচের ওয়ানডে এবং 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রথমেই 14 থেকে 18 নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম টেস্ট খেলবে ভারত। এই টেস্ট ম্যাচগুলি গড়াবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচগুলি 22 থেকে 26 নভেম্বর পর্যন্ত গুয়াহাটিতে গড়াবে।
দুই দলের টেস্ট সিরিজ শেষ হলেই শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে যাত্রা। বলা বাহুল্য, 30 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি গড়াবে রাঁচিতে। এছাড়াও দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ যথাক্রমে 3 ডিসেম্বর এবং 6 ডিসেম্বর, রায়পুর ও বিশাখাপত্তনামে গড়াবে। তবে দক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডে সিরিজে বিরাট এবং রোহিতকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছে।
ওয়ানডে সিরিজ শেষ হলেই 9 ডিসেম্বর থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজ। এই যাত্রার প্রথম ম্যাচটি কটকে, দ্বিতীয় ম্যাচ 11 ডিসেম্বর নতুন চন্ডিগড়, 14 ডিসেম্বর তৃতীয় ম্যাচ ধর্মশালা, 17 ডিসেম্বর চতুর্থ ম্যাচ লখনউ এবং সবশেষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি 19 ডিসেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।
অবশ্যই পড়ুন: হামাসের থেকে বাঁচান অনেককে, দু’বছর পর ইজরায়েলে ফিরল তাঁর মৃতদেহ! কে এই বিপিন জোশি?
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পর এ বছরের মতো বিশ্রাম নেবে টিম ইন্ডিয়া। এরপর আবার নতুন করে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন সংস্করণের যাত্রা শুরু হবে 2026 সালে। তবে তার আগে, অধিনায়ক হিসেবে টেস্ট এবং ওয়ানডে সংস্করণে শুভমন কতটা সফল হতে পারেন সেদিকেই চোখ থাকবে সকলের।