নো হ্যান্ডশেক বিতর্কের মাঝেই পাকিস্তানের বিরুদ্ধে আরও এক বড় পদক্ষেপ ভারতীয় দলের!

Published on:

Indian Cricket Team May Not accept Trophy from Mohsin Naqvi If India win Asia cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয়ের পর মাঠ থেকে সোজা ড্রেসিংরুমে পৌঁছন সূর্যকুমার যাদব এবং শিবম দুবে। পাক ক্রিকেটাররা হাত মেলানোর জন্য মাঠে দাঁড়িয়ে থাকলেও কোনও রকম হ্যান্ডশেক পর্ব সেখানে হয়নি। আর সেটাই পাকিস্তানের ক্রোধের আগুনে ঘি ঢেলেছে! সেই রাগ থেকেই প্রথমে, ACC এবং পরে ICC-র দ্বারস্থ হয় পাক বোর্ড। যদিও তাতে কিছুই এসে যায়নি টিম ইন্ডিয়ার। এহেন আবহে এবার শোনা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে আরও এক বড় পদক্ষেপ নেওয়ার পথে ভারতীয় দল (Indian Cricket Team)।

পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ নেবে ভারত?

প্রথমে UAE এবং পরে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে একপ্রকার এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারতীয় দল। কোনও অঘটন না ঘটলে ফাইনালের মঞ্চেও হাজির হবে ভারত। তবে তার আগেই পাকিস্তানের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়ে নিল টিম ইন্ডিয়া! পিটিআই সূত্রে খবর, ভারতীয় দল যদি এশিয়া কাপের ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি মহসিন নকভির সঙ্গে পুরস্কার বিতরণ মঞ্চ ভাগ করবে না বলেই জানা যাচ্ছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। শুধু তাই নয়, তিনি শেহবাজ সরকারের একজন মন্ত্রীও। অভিযোগ, এর আগে বেশ কয়েকবার ভারতের বিরুদ্ধে হুঁশিয়ার দিয়েছেন তিনি। ফলে পহেলগাঁও জঙ্গি হামলাকে সামনে রেখে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট নাকি সিদ্ধান্ত নিয়েছে, চ্যাম্পিয়ন হলে নকভির হাত থেকে পুরস্কার নেবেন না সূর্যরা। বিশ্লেষক মহলের মতে, ভারতীয় প্লেয়ারদের নকভির সাথে মঞ্চ ভাগ না করার নেপথ্যে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন।

অবশ্যই পড়ুন: সবকিছুর সাথে রাজনীতি গুলিয়ে ফেলো না! সূর্যরা হাত না মেলানোয় ক্ষুব্ধ শোয়েব আখতার

এশিয়া কাপে না খেলার হুঁশিয়ারি পাকিস্তানের

রবিবার রাতে ভারতীয়দের হ্যান্ডশেক না করার ঘটনাকে কাঠগড়ায় তুলে এদিনের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকে আঙুল তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ডের দাবি, এই ম্যাচ রেফারির কারণেই ভারতীয় প্লেয়াররা পাক ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি। তিনি পাক অধিনায়ক এবং ভারতীয় অধিনায়ককে একে অপরের সাথে হাত মেলাতে বারণ করেছিলেন। তাই এমন একজন ব্যাচ রেফারিকে অপসারণ করা হোক।

শুধু তাই নয়, দাবি না মানলে এশিয়া কাপের পরবর্তী ম্যাচে না নামারও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বেশ কয়েকটি ওয়েবসাইট মারফত খবর, পাক বোর্ডের এমন দাবি খারিজ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা না এলেও শোনা যাচ্ছে, জয় শাহেরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। খুব শীঘ্রই চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে পাক দলকে তা জানিয়ে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥