আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় ক্রিকেটারের! ফাঁস বড় তথ্য

Published:

Indian cricketer dies in Ahmedabad plane crash
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিনটা ছিল অভিশপ্ত বৃহস্পতিবার। হঠাৎ ভারতের আকাশে দেখা যায় কালো মেঘের অশনি সংকেত। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার তখন সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে গিয়েছে। গন্তব্য লন্ডনের এয়ারপোর্ট। তবে সেদিন আর লন্ডনে যাওয়া হয়নি 242 জন যাত্রীর! বিমানটি আকাশে ওড়ার মিনিট পাঁচেকের মধ্যেই আহমেদাবাদের মাটিতে মুখ উপড়ে পড়ে। আর তারপরই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ (Ahmedabad Plane Crash)।

যার জেরে অলৌকিকভাবে মাত্র একজন ছাড়া আর কাউকেই বাচানো সম্ভব হয়নি। আপাতত যা খবর, স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনার কবলে পড়ে এখনও পর্যন্ত সব মিলিয়ে 274 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।ফলত, সেই দুর্ঘটনার স্মৃতি এখনও দেশবাসীর হৃদয়ের দগদগে। আর সেই যন্ত্রনাবিলাসী সময়ের মাঝেই ভেসে এলো আরও বড় দুঃসংবাদ! শোনা যাচ্ছে, আহমেদাবাদের ওই বিমান দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক ভারতীয় ক্রিকেটারেরও।

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় ক্রিকেটার

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতির অভিশপ্ত উড়ানে 242 জন যাত্রীর মধ্যে ছিলেন এক ভারতীয় অলরাউন্ডারও। খোঁজ নিয়ে জানা গেল, মাত্র 23 বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটার দীর্ধ প্যাটেলের প্রাণভোমরাও এদিন সকলের আড়ালেই নিশ্চুপ হয়ে গিয়েছিল। জানা যায়, গুজরাতের বাসিন্দা দীর্ধ খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবের হয়ে। তাছাড়াও পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকতেন তিনি।

বলে রাখি, দীর্ধ আসলে ভারতীয় বংশোদ্ভূত। পড়াশোনায় অত্যন্ত মেধাবী প্যাটেল লেখাপড়ার পাশাপাশি সমানভাবে নিজের ক্রিকেটকে গুরুত্ব দিয়েছেন। লিডস ক্লাবে একজন বিদেশি ক্রিকেটার হিসেবে নিজের ক্রিকেটীয় প্রতিভার ছাপ রেখেছিলেন এই বংশোদ্ভুত ক্রিকেটার। তবে সব কিছুরই সমাপ্তি হল আহমেদাবাদেই! অভিশপ্ত উড়ানের ভয়াবহ বিস্ফোরণে ভারত হারালো এক মেধাবী ছাত্র তথা তুখোড় ক্রিকেটারকে।

অবশ্যই পড়ুন: মাধ্যমিক পাসে রেলে চাকরি! ৬০০০-র বেশি শূন্যপদে নিয়োগ

দীর্ধের মৃত্যুতে শোকাহত লিডসের ক্লাব

ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারের মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে লিডস মডার্নিয়ান্স ক্লাব কর্তৃপক্ষ। সরাসরি বিবৃতি দিয়ে ক্লাবের তরফে জানানো হয়, দীর্ধ নতুন চাকরিতে থিতু হওয়ার পরেও ক্রিকেটের সাথে সম্পর্ক ছিন্ন করেননি। সময় করে খেলা চালিয়ে গিয়েছেন। তাঁর ভাইও আগে পুল ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন। ভারতীয় ক্রিকেটারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জানা যায়, লিডস ক্লাবের পাশাপাশি পুল ক্রিকেট ক্লাবও দীর্ধের অপমৃত্যুতে নীরবতা পালন করেছে।।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join