চোট পেয়ে কাতরাচ্ছেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস! চ্যাম্পিয়নস ট্রফির আগে বিরাট ধাক্কা

Published on:

Indian cricketer injured in net practice ahead of Champions Trophy 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) ম্যাচের আগেই দুঃসংবাদ পেল টিম ইন্ডিয়া। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে মিনি বিশ্বকাপের ফিতে কাটবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এই হাই ভোল্টেজ ম্যাচের পরই ওপার বাংলার ছেলেদের বিপক্ষে মাঠে নামবেন রোহিত শর্মার সেনারা। তবে তার ঠিক প্রাক মুহূর্তে দুবাইয়ের ময়দানে অনুশীলন চলাকালীন বিরাট চোট পেলেন ভারতীয় তারকা। আঘাত পেতেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অনুশীলনে চোট পেলেন ঋষভ পন্থ | Rishabh Pant Injured |

20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ঠিক 3 দিন আগে পুরোদস্তুর অনুশীলনে নেমেছিল টিম ইন্ডিয়া। এমতাবস্থায়, মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের উইকেট-কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। অনুশীলন চলাকালীন বল ছুঁড়ছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ঠিক সেই মোক্ষম সময়ে হার্দিকের শট বল গিয়ে লাগে পন্থের বাঁ হাটুতে।

তৎক্ষণাৎ যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়েন ভারতীয় তারকা। মাঠে শুয়ে ব্যথায় কাতরাচ্ছিলেন ঋষভ। তড়িঘড়ি খেলোয়াড়ের চিকিৎসার জন্য ছুটি আসেন ফিজিও ও চিকিৎসকদের একটি দল। এদিন ডিজিও কমলেশ জৈনের দীর্ঘ চিকিৎসার পরও উঠে দাঁড়াতে পারছিলেন না পন্থ। শেষ পর্যন্ত ফিজিওর সহায়তায় ফের ব্যাট ধরেন পন্থ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চোট সত্বেও ব্যাট করেন পন্থ

মাঝ মাঠে ফিজিওর দীর্ঘ চিকিৎসার পরও যেন কিছুতেই সেরে উঠছিলেন না ঋষভ। তবে হাল ছাড়ার পাত্র নন কমলেশও। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করে খেলোয়াড়কে কোনও মতে দাঁড় করান তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে ভারতীয় তারকাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেলেও তাৎক্ষণিক চিকিৎসার পর ফের ব্যাট হাতে অনুশীলন শুরু করেছিলেন পন্থ। সবশেষে ফিজিওর কাঁধে ভর করে মাঠ ছাড়েন তিনি। জানা যায়, পরবর্তীতে তাঁর চোটের অবস্থা জানতে নেট থেকে বেরিয়ে পন্থের সাথে কথা বলেছিলেন হার্দিক পান্ডিয়া।

ভারতের অন্যান্যদের অনুশীলন

ইংল্যান্ডের বিরুদ্ধে গত ওডিআই সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন সথীর্থ রোহিত শর্মা ও শুভমন গিল। এদিকে সহযোদ্ধাদের সাফল্যের মাঝে নিজের ব্যর্থতার পরিধি বাড়িয়ে চলেছেন কোহলি। এই সমগোত্রীয় চিন্তা মাথায় রেখেই এদিন অনুশীলনের সময় নিজের একাগ্রতার ওপর জোর দিয়েছিলেন বিরাট। মাঠে তাঁকে নিজের ক্রিকেট স্কিলের প্রতি বিশেষ নজর রাখতে দেখা যায়।

তবে অনুশীলনের মাঝেও কোহলিকে মশকরা করতে দেখা গিয়েছিল। ব্যাটসম্যানদের পাশাপাশি টি দিলিপের কোচিংয়ে অনুশীলন করছিলেন দলের গুরুত্বপূর্ণ বোলার হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা। তবে এদিন অনুশীলনের মাঝে তারকা পেসার মহম্মদ শামিকে কোচ মর্নি মর্কেলের সাথে দীর্ঘ সময় কাটাতে দেখা গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group