গোপনে বিয়ে করছেন রিঙ্কু সিং? KKR তারকার হবু স্ত্রীর পরিচয় জানলে আকাশ থেকে পড়বেন

Published on:

rinku singh marriage

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উত্তরপ্রদেশ লোকসভার সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব শেষ হলো ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)! বিয়ে করছেন KKR তারকা? সদ্য সামনে আসা একটি রিপোর্ট মারফত খবর, উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার মহিলা সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বৈবাহিক জীবনে পা দিতে চলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা। ইতিমধ্যেই নাকি সম্পন্ন হয়েছে বাগদান পর্ব। জানা যাচ্ছে, খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন রিঙ্কু-প্রিয়া।

ইংল্যান্ড সিরিজের আগেই বিয়ে সারছেন রিঙ্কু?

WhatsApp Community Join Now

ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সেখানেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে সম্মান রক্ষার লড়াই লড়বেন ভারতের ছেলেরা। সেই দলে জায়গা হয়েছে KKR তারকা রিঙ্কুরও। আগামী 22 জানুয়ারি টি-টোয়েন্টির প্রথম ম্যাচ আয়োজিত হবে ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্সে। আর তার ঠিক আগেই রিঙ্কুর বিয়ের খবরে তোলপাড় সমাজ মাধ্যম। জল্পনা বেড়েছে নাইট তারকার সোশ্যাল পোস্ট নিয়েও।

রিঙ্কুর স্টোরি ঘিরে সংশয়ে ভক্তরা!

সদ্য প্রকাশে আসা ভারতীয় ক্রিকেটারের বাগদান পর্বের খবর প্রসঙ্গে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। আদৌ এখনই বৈবাহিক জীবনে পা রাখছেন কিনা তা নিয়েও কোনও মন্তব্য করেননি রিঙ্কু। তবে সম্প্রতি খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়া স্টোরি ঘিরে জল্পনার জল গড়িয়েছে অনেকটাই। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দিদির সঙ্গে একটি ছবি স্টোরি দিয়েছিলেন রিঙ্কু। আর তা নিয়েই চলছে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে পারদ। ভক্তদের একটা বড় অংশ মনে করছেন, এই ছবি হয়তো রিঙ্কুর বাগদানের সময়ে তোলা। তবে আদৌ এই গুঞ্জন সত্যি কিনা তা জানা সম্ভব হয়নি।

অবশ্যই পড়ুন: KKR-এর প্রভাবে ধুঁকছে টিম ইন্ডিয়া! দুই কোচকে ছাঁটাই করতে পারে BCCI

কে এই প্রিয়া সরোজ?

উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সবচেয়ে কনিষ্ঠতম প্রার্থীদের মধ্যে অন্যতম প্রিয়া সরোজ। 2024 সালে তিনি প্রথমবারের জন্য এই লোকসভা আসন থেকে জয়ী হয়েছিলেন। সেই সময়ে প্রিয়ার বয়স ছিল 25 বছর। 1998 সালের 23 নভেম্বর জন্ম হয় প্রিয়ার। জানা যায়, গতবছর একই লোকসভার প্রার্থী বিজেপি সাংসদ ভোলানাথকে হারিয়ে 35 হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন প্রিয়া।

আরও পড়ুনঃ শুধু আধার দেখালেই হবে না, SIM কার্ড নিয়ে আরও কড়া হল নিয়ম

তিনি পেশায় একজন আইনজীবী। লোকসভা নির্বাচনের আগে দাখিল করা হলফনামা থেকে জানা যায়, 2019 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন প্রিয়া। আর এরপরই উত্তরপ্রদেশের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী অর্জন করেন তিনি। বাবা উত্তরপ্রদেশের তিনবারের সংসদ তুফানি সরোজ।

সঙ্গে থাকুন ➥
X