ইংল্যান্ডকে কাঁদিয়েছেন তিনি! টিম ইন্ডিয়ার তারকা আকাশ দীপের মোট সম্পত্তি কত জানেন?

Published on:

Indian pacer Akash Deep net worth

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় টেস্টে ভারতের কাছে মাথা ঝুঁকিয়েছে ইংল্যান্ড দল। 336 রানের বিরাট ব্যবধানে ইংলিশদের দম্ভ ঘুঁচিয়ে জয় পেয়েছে শুভমন গিলের ভারত। তবে দ্বিতীয় টেস্টের এই বিরাট সাফল্যের নেপথ্য যার নাম বারংবার সংবাদ শিরোনামে উঠে আসছে তিনি হলেন বিহারের ছেলে আকাশ দীপ। এই ভারতীয় পেসারের কব্জির জোড়ের কাছেই হার মেনেছিল ইংলিশরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বলে রাখি, দ্বিতীয় টেস্টের মঞ্চে একার হাতেই দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট ভেঙেছেন আকাশ দীপ। তাতেই একেবারে নির্ধারিত লক্ষ্য ছাপিয়ে যায় টিম ইন্ডিয়া। তবে ইংরেজদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতকে জেতানোর পরই ক্রিকেট সত্তার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আকাশদীপের ব্যক্তিগত জীবন ও সম্পত্তির পরিমাণ। আজকে জানবো সে বিষয়েই।

আকাশ দীপকে নিয়ে কিছু কথা

বিহারের সাসারাম নামক এক প্রত্যন্ত গ্রামের ছেলে আকাশদীপ। তবে বিহারের প্রত্যন্ত অঞ্চলে জন্ম হলেও বল হাতে দাপাদাপি করেছেন শহর কলকাতার ময়দানে। বিহার থেকে কলকাতা ময়দান ঘুরে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। সেই আলোচনা করতে গেলে প্রথমেই নাম আসবে মুকেশ কুমারদের। তবে সেই তালিকাতে সগর্বে নিজের জায়গা করেছিলেন আকাশদীপ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করতে করতে একদিন হঠাৎ করেই ভারতীয় দলে ডাক পান বিহারের এই ক্রিকেটীয় প্রতিভা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরেই নিজেকে প্রমাণ করেছিলেন আকাশদীপ। বলা বাহুল্য, ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিমুহূর্তে নিজেকে মেলে ধরার চেষ্টা করে গিয়েছিলেন তিনি। আর তাতেই ধরা দিয়েছে সাফল্য।

তবে জানা যায়, বিহারের প্রত্যন্ত অঞ্চলের এই ছেলেটিকে প্রথম তুলে এনেছিলেন সৌরাশিস লাহিড়ী। তবে শুধু তুলেই আনেননি দীর্ঘদিন তাঁকে সঠিক পথে চলার উপদেশও দিয়েছিলেন। একবার সংবাদমাধ্যমের মুখোমুখি সৌরশিস বাবু জানিয়েছিলেন, আকাশের সাথে কথা হয়েছে আমার। ও বলল স্যার আমি একটা ট্রেনের মতো ছিলাম। আপনিই আমাকে ট্র্যাকে এনেছেন।

আকাশদীপের পরিবারে খেলাধুলার চল তেমন একটা ছিল না। তিনিই পরিবারের প্রথম যিনি খেলাধুলার পাশাপাশি ভারতীয় দলে সুযোগ পেয়ে দেখিয়েছেন। জানা যায়, ভারতীয় ক্রিকেটারের জীবন যুদ্ধ যখন একেবারে উচ্চপর্যায়ে ঠিক সেই পর্বে পৃথিবী ছেড়ে চলে যান তাঁর বাবা এবং দাদা। পরিস্থিতি হয়ে যায় আরও জটিল। কিন্তু তাতেও ভেঙে পড়েননি আকাশ। চালিয়ে গিয়েছিলেন ক্রিকেট। আসানসোলে একটা সময় চুটিয়ে টেনিস বলের খেপ ক্রিকেট খেলতেন তিনি। সেই থেকে আজ ভারতীয় দলে দাপট দেখাচ্ছেন ভারতের গর্ব আকাশ।

অবশ্যই পড়ুন: 2026 ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে না ভারত, পাকিস্তান! নেপথ্যে বড় কারণ

আকাশের মোট সম্পত্তির পরিমাণ

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দাপুটে পারফরমেন্স দেখানোর পরই আকাশদীপের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলী হয়ে পড়েছেন ভক্তরা। অনেকেই জানতে চাইছেন, ভারতীয় দলের এই যোদ্ধা বর্তমানে কত টাকার মালিক? সেই সূত্রে বলি, রিপোর্ট অনুযায়ী বর্তমানে টিম ইন্ডিয়ার এই তারকা পেসার 40 কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। বিগত বছরগুলিতে তাঁর সম্পদের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে।

বলে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও ভারতীয় দলে খেলা ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সাথে যুক্ত রয়েছেন আকাশদীপ, সেই থেকে মাসে মোটা টাকা আয় হয় তাঁর। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বেতন বাবদ বছরে 1 কোটি টাকা পান টিম ইন্ডিয়ার এই তরুণ পেসার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group