৬৬ ম্যাচে ১৭৩ উইকেট, চ্যাম্পিয়নস ট্রফির আগেই অবসর ঘোষণা KKR প্রাক্তনীর

Published on:

varun aaron ipl

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। চ্যাম্পিয়নস ট্রফির প্রাক্কালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন ভারতের হয়ে দাবানলের গতিতে বল ছোঁটানো পেসার বরুণ অ্যারন (Varun Aaron)। মাত্র 35 বছর বয়সেই দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দাড়ি টানার সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়ার এই লড়াকু সৈনিক।

বিজয় হাজারে থেকে রাজ্যে দলের সরে যাওয়ার কারণেই অবসর?

WhatsApp Community Join Now

2023-24 মরসুমের অন্তিম লগ্নে দাঁড়িয়ে লাল বলের ক্রিকেটকে আলভিদা জানিয়েছিলেন ভারতের ডানহাতি ফাস্ট বোলার বরুণ। তবে ঘরোয়া ক্রিকেটে নিজের জায়গা শক্ত হাতে ধরে লিখেছিলেন তিনি। জটিলতা বাড়ে বিজয় হাজারে টুর্নামেন্ট থেকে তাঁর দল ঝাড়খন্ড ছিটকে যাওয়ার পরই।

বিজয় হাজারে ট্রফি থেকে রাজ্য দলের ছিটকে যাওয়া সম্ভবত মেনে নিতে পারেননি বরুণ। কাকতালীয়ভাবে হলেও এই ঘটনার পরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দেন ভারতের দ্রুতগতির প্রেসার বরুণ অ্যারন। বলে রাখি, বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ড দলের হয়ে মোট 4টি ম্যাচ খেলেছেন বরুণ। আর এই 4 ম্যাচে 53.33 গড়ে 3টি উইকেট ভেঙেছেন ভারতের এই অভিজ্ঞ বোলার।

ইনস্টাগ্রামে বরুণের অবসর ঘোষণা

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন বরুণ। পোস্টটিতে খানিকটা আবেগি হয়ে ভারতীয় তারকা লিখেছেন, গত 20 বছর ধরে আমি প্রতিমুহুর্তে বেঁচেছি, শ্বাস নিয়েছি শুধুমাত্র দ্রুত বোলিং করার জন্য। আজ আমি কৃতজ্ঞতার সঙ্গে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি। আমি যেই সময়ে দাঁড়িয়ে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি সেই সময়টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এই খেলার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছিলাম, আমি শুধুমাত্র জীবনের ছোট ছোট আনন্দ গুলোকে উপভোগ করতে চাইব। খেলাটার সঙ্গে যুক্ত থাকতে চাই। এই খেলাটাই আমাকে সবকিছু পাইয়ে দিয়েছে। ফাস্ট বোলিং আমার প্রথম ভালবাসা। তাই মাঠ ছাড়ার আগে শেষ দিনও আমি ফাস্ট বোলিং যাতে হৃদয় থেকে যায় সেই কাজ করে এসেছি।

বরুণ আরও লিখেছেন, বছরের পর বছর ধরে আমি শারীরিক ও মানসিক যন্ত্রণাকে সামলে রেখে চেষ্টা করে গিয়েছি। ম্যাচ চলাকালীন আমাকে এমন অনেক চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে যা মুহূর্তের মধ্যে আমার কেরিয়ার শেষ করে দিতে পারত। টিম ইন্ডিয়ার ফিজিও, ট্রেনার থেকে শুরু করে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচদের কাছে আমি কৃতজ্ঞ।

 

View this post on Instagram

 

A post shared by Varun Aaron (@varunaaron77)

 

বরুণের আন্তর্জাতিক কেরিয়ার

ভারতীয় পেসার বরুণ অ্যারনের ইন্টারন্যাশনাল ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের হাত ধরে। 2011 সালের 23 অক্টোবর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংলিশ বাহিনীর বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে আক্রমণ শানানোর সুযোগ হয়েছিল বরুণের। আর এই ম্যাচই তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচয় পাইয়ে দিয়েছিল। 2011 তে ভারতের জার্সি গায়ে চাপানোর পর 2014 সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবারের মতো ওয়ানডে খেলতে নেমেছিলেন অ্যারন।

এই ঘটনার ঠিক পরের বছর অর্থাৎ 2015 সালে বেঙ্গালুরুতে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেন বরুণ। সেবার প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। কাজেই বরুণের আন্তর্জাতিক কেরিয়ার খুব একটা দীর্ঘস্থায়ী নয়। মাত্র 4 বছর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ হয়েছিল তাঁর। ভারতীয় পেসারের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান বলছে, টিম ইন্ডিয়ার হয়ে 9টি টেস্ট ও 9টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বরুণ। ওয়ানডেতে 11টি ও টেস্ট কেরিয়ারে মোট 18টি উইকেট নিয়েছেন ঝাড়খণ্ডের এই বোলার। ফাস্ট ক্লাস ম্যাচের কথা বলতে গেলে, 66টি ম্যাচে 173টি উইকেট ভেঙেছেন বরুণ। এছাড়াও 88টি লিস্ট এ ম্যাচে 141টি এবং 95টি টি-টোয়েন্টি খেলে 93টি উইকেট শিকার করেছেন ভারতীয় তারকা।

খেলেছেন KKR দলেও

ভারতের ধুরন্ধর পেসার বরুণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজেকে মেলে ধরেছিলেন। 2010 সালের আইপিএল মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামেন অ্যারন। KKR-র পাশাপাশি খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স, কিংস ইলেভেন পঞ্জাবের মতো দলে। ভারতীয় তারকার আইপিএল কেরিয়ার খুব একটা দীর্ঘ না হলেও মোট 52টি আইপিএল ম্যাচে অংশ নিয়ে 43টি উইকেট ভেঙেছেন বরুণ। কলকাতার হয়েও বেশ কয়েক ম্যাচে জ্বলে উঠতে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন। তবে অবসরের পর কোচিং করবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X