বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ (India Vs West Indies) খেলবে ভারত। আর তার আগেই ঘোষিত ভারতীয় টেস্ট দল। তবে দুঃখের বিষয়, প্রতিশ্রুতি সত্ত্বেও দলে রাখা হল না বাংলার অভিমন্যু ঈশ্বরণকে। এদিকে শুভমন গিলকে অধিনায়কের আসনে ধরে রেখেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে সহ অধিনায়ক করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বাদ পড়লেন করুণ নায়ার, এন্ট্রি হল দুই তারকার
দীর্ঘ 8 বছরের অপেক্ষা কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের নায়ক করুণ নায়ার। তবে সেই আসরে খুব একটা আহামরি ইনিংস খেলতে পারেননি তিনি। তাই হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল থেকে বাদ পড়লেন নায়ার। যদিও ঘরোয়া ক্রিকেটে ভুড়ি ভুড়ি রান রয়েছে করুণের।
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার কারণেই নায়ারকে বাদ দিয়ে দেবদত্ত পাড়িক্কলের উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে দেবদত্ত ছাড়াও ভারতীয় টেস্ট দলে এসেছে আরও একটি বড় বলদ। প্রত্যাবর্তন হয়েছে তারকা ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডির। জানা যাচ্ছে, নীতিশকে ফেরানোর নেপথ্যে রয়েছে অলরাউন্ডার হিসেবে তাঁর পাহাড় প্রমাণ দক্ষতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ঘুরে দাঁড়িয়ে ছিলেন তিনি। বল হাতেও প্রতিপক্ষকে যোগ্য জবাব দিতে সক্ষম নীতিশ।
দলে নেই আকাশদীপও
বলে রাখি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণার আগে ইরানি কাপের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে অবশ্য দেখা মেলেনি আকাশদীপ, অভিমন্যুদের। সেই মতোই, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াড থেকেও বাদ পড়লেন এই দুই তারকা। যদিও, শেষবারের মতো ভারতের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন আকাশদীপ।
উল্লেখ্য, অভিমন্যু, আকাশদীপের মতো ক্রিকেটারদের পাশাপাশি ধারাবাহিকভাবে রান করা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন সরফরাজ খান। অন্যদিকে, ভারতীয় পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহকে বিশ্রামে রাখার কথা উঠলেও, ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ভারতের 15 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে।
অবশ্যই পড়ুন: রউফদের ভারতবিদ্বেষী উদযাপনের পর এবার মহসিন নকভিও! PCB প্রধানের পোস্ট ঘিরে বিতর্ক
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের ঘোষিত 15 সদস্যের স্কোয়াড
শুভমন গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং কুলদীপ যাদব।
BCCI announces squad for the West Indies Test series. Devdutt Padikkal and N Jagadeesan added to the Test team for the 2-match series. Karun Nair and Abhimanyu Easwaran dropped.#BCCI pic.twitter.com/S5sQNFYLqI
— Press Trust of India (@PTI_News) September 25, 2025