ইংল্যান্ড সিরিজের আগেই বিপদে পড়ল ভারত! চোট পেলেন বড় তারকা, এবার কী হবে?

Published:

Indian star Cricketer Injury ahead of England series
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বিরাট ধাক্কা গেল ভারতীয় দল। অনুশীলন চলাকালীন চোট পেলেন ভারতীয় তারকা (Indian Star Cricketer Injury)। হ্যাঁ, আসন্ন 20 জুনের প্রথম টেস্টের জন্য প্রস্তুতিপর্ব ইতিমধ্যেই শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া।

সেই মতোই ইংলিশদের মাটিতে চলছিল অনুশীলন। আর সেখানেই বলের আঘাতে ঘায়েল হন টিম ইন্ডিয়ার বড় তারকা।এরপরই ইংল্যান্ড সিরিজের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ারের চোট নিয়ে চিন্তা বেড়েছে বোর্ডের। বেশ কয়েকটি সূত্র বলছে, ইংলিশদের বিরুদ্ধে প্রথম টেস্টে নাও খেলতে পারেন তিনি!

অনুশীলনে চোট পেলেন ভারতীয় তারকা

সূত্রের খবর, প্রথম টেস্টের জন্য চলছিল ভারতীয় দলের অনুশীলন। আর সেখানেই আচমকা বাঁ হাতে বল লাগে ভারতের তারকা ব্যাটার ঋষভ পন্থের। জানা যায়, অনুশীলনে ব্যাট করার সময় বাঁ হাতের কুনুইয়ের নিম্নাংশে বল লাগে পন্থের। আর এরপরই চোট যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।

তড়িঘড়ি মাঠে ছুটে আসে মেডিকেল টিম। দীর্ঘক্ষণ চলে শুশ্রুষা পর্ব। পরবর্তীতে হাতে আইস প্যাক লাগিয়ে চোটগ্রস্ত জায়গায় টেপ বেধে দেওয়া হয়েছিল। যদিও পরে ওই চোট নিয়েই মাঠে অনুশীলন সেরে ছিলেন তিনি।

প্রথম টেস্টে খেলবেন পন্থ?

বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অন্তত এক ঘন্টা বিশ্রাম নিতে দেখা গিয়েছিল পন্থকে। পরবর্তীতে পুরনো ছন্দে ব্যাটিং না করলেও মাঠেই ছিলেন তিনি। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে প্রথম টেস্টে খেলবেন তো? এ প্রসঙ্গে খেলোয়াড় নিজেই জানিয়েছেন, তিনি বর্তমানে পুরোপুরি সুস্থ। তাছাড়াও টিম ইন্ডিয়ার মেডিকেল স্টাফরা জানিয়ে দিয়েছেন, কোনও বড়সড় আঘাত লাগেনি পন্থের।

অবশ্যই পড়ুন: সার্থক ১৬ বছরের দীর্ঘ কেরিয়ার! ICC-র তরফে বিরাট সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি

তবে প্রাথমিক পর্যবেক্ষণে চোট গুরুতর না মনে হলেও আগামী কিছুদিন পন্থের ফিটনেস পরীক্ষা করা হবে। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, চোট তেমন একটা গুরুতর না হওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারবেন ঋষভ। তবে শেষ পর্যন্ত যদি তা না হয়, সে ক্ষেত্রে পন্থের বিকল্প উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেতে পারেন তরুণ ধ্রুব জুরেল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join