ড্র হোক বা মেলবোর্ন টেস্টে হার, WTC ফাইনালে উঠবে ভারত! এভাবে হবে টিম ইন্ডিয়ার স্বপ্নপূরণ

Published on:

melbourne test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেলবোর্ন টেস্ট (Melbourne test) ফসকালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও আপাতত মুছে যাবে ভারতের নাম। এই আশঙ্কাতেই অজিদের বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াইটা চালিয়ে যাচ্ছে ভারতীয় দল। তবে সেই অসম্ভবেও হাতছানি দিচ্ছে সম্ভাবনা। হ্যাঁ, বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েও পরাজয়ের দুঃখ নিয়ে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ভারতের। তবে সেক্ষেত্রে মেলবোর্ন টেস্টকে পিছনে ফেলে বাকি 2 টেস্টের ফলাফলের জন্য হাপিত্যেশ করে বসে থাকতে হবে রোহিতদের।

মেলবোর্ন টেস্টে হারলেও WTC ফাইনালে উঠবে ভারত!

WhatsApp Community Join Now

বর্তমানে অজিভূমিতে বর্ডার গাভাস্কার টেস্টের ভয়াবহ সময় কাটাচ্ছে ভারতীয় দল। এই মুহূর্তে ভারতের যা অবস্থা তাতে চালকের আসনে বসে থাকা অজি তারকাদের 3-1 ব্যবধানে হারিয়ে সিরিজ পকেটে পুরে নেওয়া যথেষ্ট কঠিন কাজ হবে রোহিত-বিরাটদের পক্ষে। তবে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার স্বপ্ন অধরা থেকে যাবে ভারতের। না, এমনটা একেবারেই মনে করছেন না বিশেষজ্ঞ মহল।

জানা গিয়েছে, অস্ট্রেলিয়াকে মেলবোর্নের মাটিতে সমতায় রাখতে পারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা খোলা থাকবে ভারতের জন্য। তবে লড়াইয়ে শত্রুপক্ষকে টক্কর দিতে না পেরে যদি হেরেও যায় ভারত, সেক্ষেত্রেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সুযোগ থাকবে রোহিতদের। কীভাবে? অস্ট্রেলিয়ার মাটিতে কামিন্সদের হারাতে না পারলে চলমান দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান দলের টেস্ট সিরিজকে পাখির চোখ করে বসে থাকতে হবে ভারতীয়দের।

কীভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠবে ভারত?

মেলবোর্নের মাটিতে টেস্ট ড্র হলেও আসন্ন সিডনি টেস্টে জিততেই হবে ভারতকে। আর এই টেস্ট ম্যাচগুলি একবার উত্তরে যেতে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রাস্তায় এক ধাপ এগিয়ে যাবে ভারত। যদিও সেই পথ মসৃণ করতে অস্ট্রেলিয়ার সাথে অন্তত একটি টেস্টে ড্র করতে হবে,লঙ্কান বাহিনীকে। এই ঘটনা বাস্তবায়িত না হলে দ্বিতীয় বিকল্প রয়েছে ভারতের জন্য। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়ার ম্যাচ ড্র না হলে পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারতে হবে দক্ষিণ আফ্রিকার ছেলেদের। তবেই আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনর স্বপ্নপূরণ হবে রোহিত ব্রিগেডের।

প্রসঙ্গত, চলতি মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে যদি কোনও ভাবে পরাস্ত হয় ভারতীয় দল। তবে মেলবোর্ন টেস্টের পর 1-2 ব্যবধানে পিছিয়ে যাবে রোহিত বাহিনী। যার কারণে আসন্ন সিডনি টেস্টে ভারতের জয় আবশ্যিক হয়ে পড়বে। আর এই ঘটনা বাস্তব রূপ নিলে তবেই বর্ডার গাভাস্কার সিরিজে 2-2 সমতায় থাকবে ভারত এবং অস্ট্রেলিয়া। আর ঠিক এই মোক্ষম সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সিঁড়িতে ভারতের প্রতিটি পদক্ষেপ নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচের ওপর। ভারতকে ফাইনালে দেখাতে হলে প্রোটিয়াদের বিরুদ্ধে 2-0 ব্যবধানে গোটা সিরিজ জিততে হবে পাকিস্তানকে। যা শুধু কঠিনই নয়, বরং অসম্ভবসম। অন্যদিকে পাকিস্তান যদি এই কীর্তি গড়তে না পারে সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1-0 ব্যবধানে সিরিজ জেতার কঠিন কাজটা করতেই হবে।

সঙ্গে থাকুন ➥
X