ইডেন থেকে সরছে ভারতের ম্যাচ! বদলে কোন মহারণ পাবে কলকাতা? দেখে নিন

Published on:

India's match is being moved from Eden Gardens! Another match will be held in Kolkata instead

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL ফাইনাল পায়নি ইডেন গার্ডেন্স (Eden Gardens)। মূলত বৃষ্টির বাহানা দিয়েই ক্রিকেটের নন্দনকানন থেকে ম্যাচ সরিয়ে নিয়েছিল BCCI। তবে IPL শেষ হতেই ইডেন নিয়ে সুখবর পেল শহরবাসী। আপাতত যা খবর, বছরের প্রায় শেষে অর্থাৎ অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একটি টেস্ট ম্যাচ আয়োজিত হওয়ার কথা কলকাতায়।

তবে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই ম্যাচ খুব সম্ভবত ইডেনে গড়াবে না। তাহলে? জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের বদলে অন্য একটি আন্তর্জাতিক ম্যাচ পেতে চলেছে কলকাতার ঐতিহ্য ইডেন গার্ডেন্স। কোন ম্যাচ? রইল বিস্তারিত।

আন্তর্জাতিক ম্যাচ পেতে চলেছে ইডেন

চলতি বছরের নভেম্বরে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা দল। মূলত টেস্ট সিরিজ ছাড়াও তিনটি ওয়ানডে ও 5 ম্যাচের টি-টোয়েন্টি খেলবে নেলসন ম্যান্ডেলার দেশ। আপাতত যা খবর, প্রোটিয়াদের দুই টেস্টের মধ্যে একটি টেস্ট হওয়ার কথা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, অপরটি আয়োজিত হবে অসমের বর্ষপাড়া স্টেডিয়ামে। তবে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এক বিশেষ কারণে দিল্লির টেস্ট ম্যাচটি ইডেনে স্থানান্তরিত হতে পারে। নেপথ্যে কোন কারণ?

জানিয়ে রাখি, প্রতি বছরই নভেম্বর নাগাদ দিল্লিতে দূষণ ব্যাপক আকার ধারণ করে। মূলত দিপাবলীর পর দিল্লিতে বায়ু দূষণের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। মনে করা হচ্ছে, দূষণের কথা মাথায় রেখে ও ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে দিল্লিতে হতে যাওয়া টেস্ট ম্যাচটি ইডেনে আয়োজিত হতে পারে। অতীতে, দূষণের কারণে বিশ্বকাপের ম্যাচের আগে অনুশীলন পর্ব বাতিল করা হয়েছিল। এবার সেই সূত্র ধরেই, প্রধান ম্যাচ বাতিল না হলেও তার স্থানান্তরিত করা হতে পারে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: ভারতকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়, নিজের ভুলেই ডুবেছে বাংলাদেশ! বিস্ফোরক ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা

ইডেন থেকে সরছে অন্য ম্যাচ

ইডেনে দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচের সম্ভাবনার মাঝে ক্রমশ ফিকে হয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচও। বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, 14 থেকে 18 নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট যদি ইডেনে চলে আসে, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচটি ইডেন থেকে সরে যেতে পারে। বলা বাহুল্য, আগামী 10 থেকে 14 অক্টোবর পর্যন্ত ওই টেস্ট ম্যাচ হওয়ার কথা। তবে বোর্ডের একটি সূত্র দাবি করছে, মূলত ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইডেনে ম্যাচ অদল বদল করা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে তা খুব শীঘ্রই বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলেও দাবি করে ওই সূত্র।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥