সিডনি টেস্টের আগে ঝটকা টিম ইন্ডিয়ায়, ছিটকে গেলেন তারকা পেসার! সুযোগ পাবেন KKR বোলার

Published on:

Updated on:

akash deep

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্ভাবনাই সত্যি হলো! গতকালই আসন্ন সিডনি টেস্টের (Sydney Test) জন্য প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। স্টার্কের পিঠের চোট অস্ট্রেলিয়া শিবিরে তাঁর অনুপস্থিতির সম্ভাবনা উসকে দিলেও ভারতীয় পেসারের চোট বড় ধাক্কা দিল রোহিত শর্মাদের। মূলত পিঠের যন্ত্রণায় ভুগছেন ভারতীয় পেসার আকাশ দীপ। তাই বোলারের ভবিষ্যৎ চিন্তা করে আসন্ন সিডনি টেস্টে তাঁর উপস্থিতি আপাতত অনিশ্চিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সিডনিতে আকাশ দীপের উপস্থিতি নিয়ে মুখ খুললেন গম্ভীর

আগামীকাল অর্থাৎ 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার টেস্টের শেষ অংশ অর্থাৎ সিডনি টেস্ট। আর সিডনির সেই রণক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আকাশ দীপকে যে পাশে পাবে না দল তা আগেভাগেই জানিয়ে রেখেছেন কোচ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ বলেন, মূলত চোটের জন্য সিডনি টেস্টের ময়দানে দেখা যাবে না আকাশকে। ফলত তরুণ ভারতীয় পেসারের বদলি হিসেবে দলে জায়গা হবে অন্য কোনও যোগ্য ক্রিকেটারের।

আকাশ দীপের বদলি হিসেবে মাঠে নামবেন KKR তারকা

ভারতীয় পেসার আকাশের পিঠের চোট যন্ত্রণাকে সামনে রেখে সিডনি টেস্টের আগে ভয়াবহ দিন কাটাচ্ছে ভারত। এদিকে মেলবোর্ন টেস্ট জিতে 2-1 ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্টে ভারতের ওপর চাপ বাড়াতে মরিয়া। এহেন আবহে একজন দক্ষ সৈনিককে হারানো কতটা যন্ত্রণাদায়ক তা হারে হারে টের পাচ্ছে ভারত। তাই প্রয়োজন বিকল্প পেসারের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কাজেই বিকল্প বোলারের সেই তালিকায় শীর্ষে উঠে এসেছে গম্ভীর প্রিয় তথা কলকাতা নাইট রাইডার্সের দক্ষ পেসার হর্ষিত রানার নাম। সূত্র বলছে, আকাশ দীপের পারফরমেন্সকে সমানে সমানে টেক্কা দিতে না পারলেও চট জলদি উইকেট ভেঙে শত্রু শিবিরে আঘাত হানার ক্ষমতা রয়েছে রানার। তাই পেসারের গোছানো বোলিং ও আক্রমণাত্মক উইকেট ভাঙার ক্ষমতাকে গুরুত্ব দিয়েই আগামীকালের সিডনি টেস্টে তাঁকে মাঠে নামাবেন গম্ভীর। যদিও আগে থেকেই রানাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে দেখার তীব্র ইচ্ছা মনে মনে পুষে রেখেছিলেন গৌতম। এবার সেই আশাতেই পালক জুড়তে চলেছে।

আকাশ দীপের অনবদ্য পারফরমেন্স

বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেমন জ্বলে উঠেছিলেন আকাশ, ব্যাটেও রণ মূর্তি দেখার দুর্ভাগ্য হয়েছিল কামিন্সদের। ভারতের এই তরুণ পেসার ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে অংশ নিয়ে শত্রু পক্ষকে ঘায়েল করতে নিজস্ব অস্ত্রের সঠিক ব্যবহার করেছিলেন। 4টি ইনিংসে বল ছুঁড়ে এখনও পর্যন্ত 5টি উইকেট ভেঙেছেন আকাশ। মাত্র 28 রান দিয়ে 2 উইকেট তুলেছেন ভারতের এই তরুণ পেসার। ফলত অজিভূমিতে বলের ওপর তাঁর দখল ছিল ভালই। তবে ব্যাট হাতেও অগ্রাসী মনোভাব দেখিয়েছিলেন তিনি। বিগত 3 ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করে একজন বলার হিসেবে মোট 29 রান তুলেছেন আকাশ দীপ। তাছাড়াও ব্রিসবেন টেস্টে দলকে সমতায় ফেরাতেও বড় ভূমিকা নিয়েছিলেন ভারতের এই তরুণ।

হর্ষিত রানার পারফরমেন্স

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ ও অ্যাডিলেড টেস্টে মাঠে নামার সুযোগ হয়েছিল KKR তারকার। অজিদের বিরুদ্ধে এই 2 টেস্টের 3 ইনিংস খেলে 3 উইকেট শিকার করেছেন তিনি। রান দিয়েছেন 48। রানার ব্যাটিং পারফরমেন্সের দিকে চোখ রাখলে দেখা যাবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ইনিংসে ব্যাট করে মাত্র 7 রান তুলেছেন তিনি। বলা বাহুল্য, আকাশ দীপের চোটের কারণে এবার সিডনি টেস্টে আক্রমণ শানবার সুযোগ রয়েছে রানার কাছে। তবে এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য বিকল্প হিসেবে ভারতের আরেক পেসার প্রসিধ কৃষ্ণাকে নিয়েও ভাবছে ভারতের নির্বাচন কমিটি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group