বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘটনা দুটি কাকতালীয়ভাবে ঘটলেও একই দিনে দ্বিতীয়বার দুঃসংবাদ পেয়েছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। প্রথমটি সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের লজ্জাজনক হার। অপরটি সৌরাষ্ট্রের উইকেটরক্ষক-ব্যাটার শেল্ডন জ্যাকসনের দেখানো পথে হেঁটে ভারতের সীমিত ওভারের ক্রিকেট থেকে হিমাচল অধিনায়ক ঋষি ধাওয়ানের (Rishi Dhawan) অবসর ঘোষণা। হ্যাঁ, একই দিনে এই দুই অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেট।
বিজয় হাজারের ম্যাচে আক্রমণ শানাতে নেমেছিলেন ধাওয়ান। ঘরোয়া ক্রিকেটকে যে বিদায় জানাবেন এ কথা তখনও বুঝে ওঠেনি সতীর্থরা। তবে দুঃসংবাদ এলো টুর্নামেন্টের নকআউট পর্ব শুরুর আগেই। বিজয় হাজারে অভিযান শেষ হতে না হতেই ভারতের স্বল্প ওভারের ক্রিকেটকে আলভিদা জানালেন 34 বছর বয়সী স্বদেশী ক্রিকেটার ঋষি।
লাল বলের ক্রিকেট ছাড়ছেন না ঋষি
বেশ কিছু সূত্র মারফত খবর, বিজয় হাজারে অভিযান শেষ হতেই 50 ওভার ও 20 ওভারের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও লাল বলের ক্রিকেটকে এখনই ছাড়তে চাইছেন না ধাওয়ান। সূত্র বলছে, ভারতের সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়ে হিমাচল প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে খেলা চালিয়ে যাবেন তিনি। কিন্তু কতদিন? মনে করা হচ্ছে, এখনই লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছে নেই ধাওয়ানের। তাই অন্তত চলতি মরসুমে হিমাচলের জার্সি গায়ে রঞ্জির ময়দানে দেখা যাবে ভারতীয় অল-রাউন্ডার ধাওয়ানকে।
ঋষি ধাওয়ানের কেরিয়ার | Rishi Dhawan Career |
ভারতের হয়ে টেস্ট খেলার স্বপ্ন অধরা থেকে গেলেও জাতীয় দলের জার্সি গায়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক স্তরে মাঠে নামার সুযোগ হয়েছিল ঋষির। তবে এই ভারতীয় অলরাউন্ডারের আন্তর্জাতিক কেরিয়ার একেবারেই সুদীর্ঘ নয়। 2016 সালে প্রথম ভারতের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে মাঠ দখলের সুযোগ হয়েছিল তাঁর। সেবার অজিভূমিতে ভারতের জার্সি গায়ে 3 ওয়ানডেতেই টিম ইন্ডিয়াকে সঙ্গ দিয়েছিলেন ঋষি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলে অভিষিক্ত হয়েই হাত খোলার চেষ্টা করেছিলেন ঋষি। যার প্রভাব গিয়ে পড়েছিল ভারতীয় তারকার ফর্মে। এই সিরিজের পরের বছরই জিম্বাবুয়ের বিরুদ্ধে ফের ভারতীয় দলে ডাক পান ধাওয়ান। আর সেই টি-টোয়েন্টি ফরম্যাটেও শত্রু শিবিরে আঘাত হেনেছিলেন ঋষি। ভারতীয় ক্রিকেটারের ম্যাচ পরিসংখ্যান বলছে, দেশের হয়ে 3 ওয়ানডের 2 ইনিংসে ব্যাট করতে নেমে 12 রান করেছিলেন তিনি। অন্যটিতে তাঁর উইকেটের টিকিটিও ছুঁতে পারেনি শত্রুপক্ষ। এছাড়াও বল হাতে 3 ইনিংস মিলিয়ে 1 উইকেট ভাঙেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার।
লিস্ট-এ এবং ঘরোয়া ক্রিকেটে মারকাটারি ফর্ম ঋষির
আন্তর্জাতিক কেরিয়ারকে আপাতত দূরে সরিয়ে যদি ধাওয়ানের লিস্ট এ এবং ঘরোয়া টি-টোয়েন্টি কেরিয়ারে চোখ রাখা যায়। তবে দেখা মিলবে কিছু চমৎকার কীর্তির। ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডার এখনও পর্যন্ত 134টি লিস্ট-এ ম্যাচে অংশগ্রহণ করে 2906 রানের 4 সংখ্যা পকেটে পুরেছেন। এই ঘরানায় খেলোয়াড়ের ব্যাট থেকে 1টি সেঞ্চুরি এবং 15টি হাফ সেঞ্চুরি পেয়েছে দল। ব্যক্তিগত ইনিংসের ক্ষেত্রে সর্বোচ্চ 117 রানে অপরাজিত থেকেছেন ঋষি।
ব্যাট হাতের জ্বলে ওঠার পাশাপাশি ধাওয়ানের বোলিং দাপটও বহুবার শত্রু পক্ষের ভয়ের কারণ হয়ে উঠেছিল। লিস্টে এ ক্রিকেটে ঋষির উইকেটের সংখ্যা 186। সেই সাথে এক ইনিংসে 3 বার 5 উইকেট নেওয়ার মতো কীর্তি রয়েছে তাঁর। লিস্ট-এর পাশাপাশি 135টি টি-টোয়েন্টি ম্যাচের অংশ হয়ে মোট 1740 রান ঘরে তুলেছেন ধাওয়ান। একই সাথে 20 ওভারের ম্যাচে 118টি উইকেট ভেঙেছে ভারতের অভিজ্ঞ তারকার দুরন্ত বল।
বলে দিই, IPL-এ কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ঋষি ধাওয়ান। ২০১৭-র IPL মরশুমে ঋষি KKR-র অংশ ছিলেন। তবে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের খেলার সময় তিনি আইপিএল জয়ের স্বাদও পেয়েছিলেন।