‘যাকে রাখতে চাই সে তো …’, পরোক্ষ ভাবে শ্রেয়স আইয়ারকে নিয়ে মুখ খুললেন KKR-র CEO

Published on:

venky mysore shreyas iyer

কলকাতাঃ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শ্রেয়স আইয়ারকে রাখতে চায়নি, নাকি শ্রেয়স নিজে KKR ছাড়তে চেয়েছে? এই নিয়ে যখন হাজারো প্রশ্ন ঘুরছে, তখন শাহরুখ খানের দলের CEO ভেঙ্কি মাইসোর সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আজই রিটেনশনের তালিকা প্রকাশ করেছে KKR। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভেঙ্কি মাইসোর বলেন, ‘রিটেনশন ব্যাপারটা একদিক থেকে হয় না। উভয়পক্ষ সম্মত থাকলেই এটা হয়। তবে কিছু কিছু প্লেয়ার অন্য পথে হাঁটতে চান, এসব বিষয় পরিস্থিতি আরও কঠিন করে তোলে।’

নাম না করেই শ্রেয়স নিয়ে বললেন KKR CEO

WhatsApp Community Join Now

যদিও ভেঙ্কি মাইসোর কারও নাম নিয়ে এই কথা বলেননি। তবে সবাই এটাই মনে করছেন যে, এই কথাটি ছিল KKR দলের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে নিয়ে। এছাড়াও ভেঙ্কি আরও বলেন, ‘আমরা স্বচ্ছতা বজায় রেখেছি, সবার সাথে কথাবার্তা চালিয়েছে। যাদের আমরা রিটেন করেছি তাঁদের সাথে আমার কথা না হলেও, যাদের রিটেন করতে পারিনি, তাঁদের সঙ্গে আমার কথা হয়েছে।’

ভেঙ্কির এই মন্তব্য এটাই প্রমাণ করছে যে, চারিদিক থেকে KKR ম্যানেজমেন্ট শ্রেয়সের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে দাবি করছিল। কিন্তু তার সঙ্গে কলকাতা দলের কর্তৃপক্ষরা যোগাযোগ করেছেন। ভেঙ্কি আরও বলেন, ‘আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। অধিকাংশ প্লেয়ার যাদের রিটেন করতে পারিনি, তাঁরা আমাদের অবস্থা বুঝেছে। ওরা এটাও বুঝেছে যে, আমরা অপারক।’

KKR Retained Player List

উল্লেখ্য, নিয়মের বেড়াজালে মাত্র ৬ জনকেই রিটেন করতে পেড়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁরা হলেন রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমণদীপ সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নরেন ও আন্দ্রে রাসেল। এদের বাদ দিয়ে বাকি সবাইকেই ছেড়ে দিতে হয়েছে KKR-কে।

সঙ্গে থাকুন ➥
X