নয়া প্ল্যাটফর্ম আনল Jio, আর ফ্রিতে দেখা যাবে না IPL! কত টাকা দিতে হবে চার্জ?

Published on:

ipl 2025

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বড় ধাক্কা সামনে আসতে চলেছে। IPL 2025 এবার আর ফ্রিতে দেখা যাবে না। হ্যাঁ ঠিকই শুনেছেন। IPL (Indian Premier League) দেখতে গেলে এবার টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে। জিও সিনেমা (Jio Cinema) গত দুই বছর ধরে দর্শকদের বিনামূল্যে আইপিএল সম্প্রচার করেছিল। তবে এবার থেকে এই সুবিধা আর পাওয়া যাবে না। নতুন সাবস্ক্রিপশন প্যাক লঞ্চ করা হয়েছে, যা কিনা IPL 2025 লাইভ দেখাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Jio Cinema আর Hotstar মিলে তৈরি নতুন প্ল্যাটফর্ম JioStar

Viacom18 এবং Star মিলে একটি নতুন প্লাটফর্ম লঞ্চ করেছে, যার নাম JioStar। এই নতুন প্লাটফর্মটি Jio Cinema এবং Hotstar যুক্ত করে করা হয়েছে। IPL 2025 সম্প্রচারের জন্য একটি নতুন অ্যাপ তৈরি করা হয়েছে। সমস্ত ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যানও লঞ্চ করা হয়েছে।

সাবস্ক্রিপশন প্ল্যান শুরু মাত্র 149 টাকায় | IPL 2025 Telecast Channel |

এই নতুন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 149 টাকা থেকে। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে পারবেন। তবে যারা এতদিন মোবাইলে বিনামূল্যে IPL উপভোগ করতেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। মূলত তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করা হয়েছে। সেগুলি হল-

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
  1. Mobile-only Plan: এই প্ল্যানটি তিন মাসের জন্য নিতে গেলে খরচ পড়বে 149 টাকা। এই প্ল্যানটি নিলে শুধুমাত্র ১ টি মোবাইলে দেখা যাবে এবং ভিডিওর কোয়ালিটি হবে 720p। তবে এই প্ল্যানটি অ্যাড ফ্রি না। খেলা দেখতে হলে আপনাকে অ্যাড দেখতে হবে। 
  2. Super plan: এই প্ল্যানটি তিন মাসের জন্য নিলে খরচ পড়বে 299 টাকা। এই প্ল্যানটি নিলে দুটি ডিভাইস চালানো যাবে। একটি টিভি বা ল্যাপটপ এবং একটি মোবাইলে খেলা চালাতে পারবেন। এই প্ল্যানের ভিডিও কোয়ালিটি হবে Full HD (1080p)। এই প্ল্যানটিতেও অ্যাড ফ্রি ভিডিও উপভোগ করা যাবে না। 
  3. Premium Plan: এই প্ল্যানটি তিন মাসের জন্য নিলে খরচ পড়বে 499 টাকা। এই প্ল্যানটি নিলে একসাথে চারটি ডিভাইস দেখা যাবে। টিভি, কম্পিউটার, মোবাইল সহ যেকোনো ডিভাইসেই দেখতে পাবেন। এখানে ভিডিও কোয়ালিটি থাকবে 4K (2160p)। এই প্ল্যানটি নিলে কোনরকম অ্যাড দেখাবে না। সম্পূর্ণ অ্যাড ফ্রি এই প্ল্যানটি।

কেন ফ্রি দেখার সুবিধা বন্ধ? 

JioStar-র তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে,  IPL 2025 শুধুমাত্র নির্দিষ্ট সময় পর্যন্ত ফ্রিতে দেখা যাবে। কয়েকটি ম্যাচ ফ্রিতে দেখার পরেই একটি সাবস্ক্রিপশন পেজ খুলে যাবে। ব্যবহারকারীদের তখন এই সাবস্ক্রিপশন প্ল্যান কিনেই খেলা দেখতে হবে। একটি সূত্র জানিয়েছে, “ব্যবহারকারীদের প্রথমে ফ্রি কনটেন্ট দিয়ে অ্যাপে অভ্যস্ত করা হয়। এরপর সাবস্ক্রিপশন চালু করা হয়। এটি একটি মার্কেটিং কৌশল।” 

আরও পড়ুনঃ বাদ পন্থ, কুলদীপ! পাকিস্তানের বিরুদ্ধে এভাবে বিধ্বংসী একাদশ সাজাবে টিম ইন্ডিয়া

 IPL 2025 কোথায়, কীভাবে দেখা যাবে?

IPL 2025 সরাসরি সম্প্রচারিত হবে JioStar অ্যাপে। এটি ডাউনলোড করার পর প্রথমে কয়েকটি ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন। তবে পরের ম্যাচগুলো দেখতে হলে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন কিনতে হবে, যা শুরু হচ্ছে 149 টাকা থেকে। খেলার পাশাপাশি এই অ্যাপটি একাধিক ধরনের কনটেন্ট অফার করবে, যাতে আপনার বিনোদনের অভিজ্ঞতা আরও বেড়ে উঠবে।

দর্শকদের জন্য বার্তা

যারা এতদিন বিনামূল্যে IPL উপভোগ করে এসেছেন তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। তবে এই সাবস্ক্রিপশন প্ল্যানগুলির মাধ্যমে দর্শকরা এবার থেকে উন্নত মানের স্ট্রিমিং এবং অন্যান্য কনটেন্ট দেখার সুযোগ পাবেন। সুতরাং  IPL 2025 দেখতে হলে এখন থেকেই পরিকল্পনা করুন। JioStar অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার পছন্দমত সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group