বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার মাঝরাতে ভারতীয় নাগরিকরা যখন নিশ্চিন্ত নিদ্রায়, ঠিক সেই মুহূর্তে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে মিসাইল নামায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় 9টি জঙ্গিঘাঁটি। ভারতের সিঁদুর অভিযানে এখনও পর্যন্ত 70 জনেরও বেশি পাক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেই দাবি করছে বেশ কয়েকটি সূত্র।
এহেন আবহে পাকিস্তানের তরফেও পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সদ্য পাক প্রধানমন্ত্রী, শেহবাজ শরীফ সময় মতো বদলা নেওয়ার কথা জানিয়েছেন। পরিস্থিতি যখন এমন ঠিক সেই আবহে রমরমিয়ে চলছে IPL। যুদ্ধ যুদ্ধ অবস্থার মাঝেই চুটিয়ে টি-টোয়েন্টি লিগ খেলছেন ক্রিকেট বিশ্বের বহু খেলোয়াড়। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, পাকিস্তানের সাথে যুদ্ধের আবহে কি বন্ধ রাখা হবে IPL? উত্তর দিলেন স্বয়ং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান।
যুদ্ধের আবহে বন্ধ হতে পারে IPL?
পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আপাতত স্থগিত রাখার কথা বলছেন অনেকেই, এবার সেই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন IPL চেয়ারম্যান অরুণ ধুমল। সম্প্রতি ভারতের জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, অরুণ জানিয়েছেন, সবার আগে দেশ। সরকার যা সিদ্ধান্ত নেবে, ভারতীয় ক্রিকেট বোর্ডও তা অনুসরণ করবে। ক্রিকেট সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে। তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে IPL?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান ধুমল বললেন, গোটা পরিস্থিতির ওপর নজর রয়েছে IPL পরিচালন সমিতির। চারিদিকে গুজব ছড়াচ্ছে। এই সময়ে আরও বেশি ভুয়ো খবর রটছে। সেসব নিয়ে কিছু বলতে চাই না। তবে যদি কঠিন সময় আসে, দেশের জন্য বড় সিদ্ধান্ত নিতে হলে আমরা তার জন্য প্রস্তুত। ভারত সরকারের পাশেই আমরা সব সময় আছি। সব মিলিয়ে এ কথা বলাই যায়, পাকিস্তানের সাথে উত্তেজনার পরিস্থিতি আরও জটিল হলে, সরকারের নির্দেশ মাত্রই স্থগিত করে দেওয়া হবে IPL।
অবশ্যই পড়ুন: নারিশক্তি! কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ব্যোমিকাকে চেনেন? রইল দুই সেনা নায়িকার গর্বের কাহিনী
বুধবার মাঠে নামছে চেন্নাই ও কলকাতা
ভারত-পাকিস্তান যুদ্ধ যুদ্ধ আবহের মাঝেই আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ক্রিকেটের নন্দনকানন তথা কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সম্মুখসমরে উপস্থিত হবে লাস্ট বয় মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই ও KKR। আপাতত সেই হাই ভোল্টেজ ম্যাচের জন্যই হাপিত্যেশ করে বসে রয়েছেন শহরের ক্রিকেট প্রেমীরা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |