বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা তাহলে সত্যি হল! ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মাঝে বারংবার প্রশ্ন উঠছিল এবার কি তাহলে IPL স্থগিত হয়ে যাবে? যদিও সে বিষয়ে বোর্ডের তরফে স্পষ্ট কোনও বক্তব্য এতদিন ছিল না। তবে বৃহস্পতিবার পাকিস্থানের সাথে দ্বন্দ্ব চরমে ওঠায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করা হয়।
সেই সাথেই আলো নিভিয়ে দর্শকদের স্টেডিয়াম ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এমতবস্থায়, রাত পোহাতেই এল বড় খবর। সদ্য সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত করা হল!
IPL বন্ধের আভাস দিয়েছিলেন লিগ চেয়ারম্যান
প্রতিবেশীর সাথে সংঘাত চরমে ওঠায় IPL বন্ধ রাখার জিগির তুলেছিলেন অনেকেই। আর সেই জল্পনা বাড়তেই নীরবতা ভাঙেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান অরুণ ধুমল। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিগ কর্তা জানিয়েছিলেন, দেশের উর্ধ্বে কিছু নয়। ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে BCCI তা অনুসরণ করবে। আমরা ভারত সরকারের পাশে আছি।
এরপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলতে গিয়ে ধুমল জানিয়েছিলেন, চারিদিকে নানান গুজব ছড়াচ্ছে। সেসব নিয়ে কিছু বলতে চাই না। তবে কঠিন সময় আসলে, সরকারি সিদ্ধান্তে আমরা সব রকম পদক্ষেপ নিতে প্রস্তুত। IPL চেয়ারম্যানের এমন বক্তব্যের পরেই লিগের যাত্রা যে আপাতত স্থগিত হয়ে যেতে পারে তা বুঝেছিলেন অনেকেই। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিলেন খোদ বোর্ডের এক কর্তা!
অবশ্যই পড়ুন: জল্পনায় জল! ইস্টবেঙ্গলেই রয়ে গেলেন পিভি বিষ্ণু, কত বছরের জন্য?
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল IPL?
দেশে এখন যুদ্ধ পরিস্থিতি। এমতবস্থায়, টুর্নামেন্ট চালিয়ে যাওয়াটা ভাল দেখায় না! সদ্য সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারের নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশ যখন যুদ্ধে জড়িয়ে, সেই সময়ে ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকা ভাল দেখায় না।
যুদ্ধের আবহে মূলত ক্রিকেটারদের নিরাপত্তা ও দেশবাসীর আবেগে নাড়া দিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড! সূত্র বলছে, শত্রু দমনে দেশের পাশে দাঁড়াতে আপাতত স্থগিত করা হল IPL। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। কাজেই বর্তমানে যে দল পয়েন্ট টেবিলের যে জায়গায় রয়েছে, সেখান থেকেই যাত্রা শেষ করতে হবে তাদের।