বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা বেড়েছিল, এবছর হয়তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম সংস্করণের নিলাম পর্ব (IPL 2026 Auction Update) ভারতেই অনুষ্ঠিত হতে পারে। তা নিয়ে লেখালেখিও কম হয়নি সংবাদমাধ্যমের পৃষ্ঠায়। তবে সেই সব জল্পনায় জল ঢেলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র। তাতে দাবি করা হয়েছে, এবারেও বিদেশের মাটিতেই অনুষ্ঠিত হবে ভারতের সবচেয়ে বড় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ IPL এর নিলাম। কিন্তু কোথায়?
তৃতীয়বারের জন্য বিদেশে আয়োজিত হতে চলল IPL নিলাম!
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরগুলির মতোই এবারেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন সিজনের নিলাম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে বিদেশে। তবে এবার আয়োজক শহর আবুধাবি। হ্যাঁ, সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানীতেই বসবে IPL 2026 নিলামের আসর। কাজেই ভারতে নিলাম আয়োজন নিয়ে যারা স্বপ্ন দেখেছিলেন, তাঁদের সামনে আপাতত নিরাশ হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প পথ খোলা নেই।
কবে নাগাদ শুরু হবে IPL নিলাম?
ওই প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন সিজনের জন্য আগামী 15 নভেম্বর দলগুলি তাদের রিটেনশন তালিকা প্রকাশ করার পরই একেবারে স্পষ্ট হয়ে যাবে নিলাম পর্বের তারিখ। তবে এই মুহূর্তে যা খবর তাতে, আসন্ন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15-16 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে IPL এর নিলাম। এদিকে নিলাম পর্বের আগেই বহু তারকা ক্রিকেটারের দল বদল নিয়ে মাত্রা ছাড়িয়েছে জল্পনা।
অবশ্যই পড়ুন: দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রের দেওয়া ১৩৪৭ কোটি হস্তান্তর! রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু
উল্লেখ্য, রাজস্থান রয়্যালস ছাড়তে কার্যত মরিয়া হয়ে উঠেছেন ভারতীয় তারকা সঞ্জু স্যামসন। সেই ফাঁকেই ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যানকে কিনতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে দিল্লি এবং চেন্নাই। তবে শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের সাথে এই মুহূর্তে আলোচনার গতি থমকে যাওয়ায় সঞ্জুকে কিনতে উদগ্রীব হয়ে উঠেছে CSK। এজন্য নাকি তারা তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও ছেড়ে দিতে প্রস্তুত।












