পূরণ হবে রাহানের দাবি? মিটবে ইডেনে পিচের জটিলতা! মুখ খুললেন কিউরেটর

Published on:

Is Eden Gardens changing the pitch in response to Rahane's demands? Big news

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে 3 এপ্রিলের ম্যাচ। এদিকে ইডেনে (Eden Gardens) পিচ বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হারের পর সাংবাদিক বৈঠকে অধিনায়ক রাহানে বলেছিলেন, হোম গ্রাউন্ডের পিচ স্পিন সহায়ক তৈরি করা গেলে ভাল হয়। এরই মাঝে বেড়েছে জল্পনা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বেশ কিছু সূত্র বলছে, অজিঙ্কা রাহানের দাবি মেনে পিচের চরিত্র বদলাতে পারবেন না বলেই নাকি জানিয়ে দিয়েছিলেন পিচ প্রস্তুতকারক সুজন মুখার্জি। যদিও সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন বলেছেন, কলকাতা নাইট রাইডার্সের তরফে তাঁর কাছে কোনও রকম আবেদনই করা হয়নি।

পিচ নিয়ে মুখ খুললেন সুজন

সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছিল, ইরানের পিক প্রস্তুতকারক সুজন নাকি বলেছেন, তিনি যতদিন দায়িত্বে থাকবেন ততদিন ইডেনের পিচ বদলানো হবে না। সেই সাথেই নাকি, সুজনের তরফে এও বলা হয়, কারোর কথা শুনে ইডেনের পিচ বদলানো সম্ভব নয়। এবার সেই জল্পনাতেই জল ঢাললেন ইডেনের 22 গজ প্রস্তুতকারক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অতি সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিচ প্রস্তুতকারক সুজন জানান, পিচ নিয়ে কেন হঠাৎ এমন বিতর্ক শুরু হল বুঝতে পারছি না। কলকাতা নাইট রাইডার্স তো আমার সাথে এ বিষয়ে কোনও কথাই বলেনি। পিচ পরিবর্তন নিয়েও কোনও আবেদন আসেনি নাইটদের তরফে।

এরপরই অধিনায়ক রাহানের প্রসঙ্গ টেনে সুজন বলেন, রাহানে আমার ছেলের মতো। ওর সাথে কিছুদিন আগেই কথা হচ্ছিল। ও মূলত, ইডেনের পিচে স্পিনারদের বাড়তি সাহায্য করে দিতে চায়। ও বলেছিল, স্পিনাররা আরও সাহায্য পেলে ভাল হয়। তবে কথাটা তো মজার ছলেই বলেছিল রাহানে।

অবশেষে বলদাবে ইডেনের পিচ?

বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুয়াহাটিতে খেলতে গিয়েছিল নাইটরা। সেই ম্যাচে সাফল্যের পর এবার 31 মার্চের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রাহানের দল। এরপর একেবারে 3 এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনে হোম ম্যাচ খেলবে KKR। এ প্রসঙ্গে সুজন বলেন, কলকাতা নাইট রাইডার্স ফিরলে ওদের সাথে পিচ নিয়ে কথা বলব। যদিও সেই মুহূর্তে পিচ তৈরির জন্য খুব একটা সময় থাকবে না।

সুজনের সমালোচনা করেছেন ডুল

বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর সাংবাদিক বৈঠকে এসে রাহানে বলেছিলেন, আমাদের হোম গ্রাউন্ডের পিচ স্পিন সহায়ক হলে ভাল হয়। তবে বিশেষ কোনও অভিযোগ নেই। শুধু চাইবো আগামী দিনে আমাদের বোলাররা যাতে ঘরের মাঠে সুবিধা পায়। রাহানের এই বক্তব্যের পরই নাকি পিচ প্রস্তুতকারক সুজন বলেছিলেন, কারোর কথায় ইডেনের পিচ পরিবর্তন করা যাবে না। আমি যতদিন দায়িত্বে থাকব, ইডেনের পিচ বদলাবে না।

পিচ প্রস্তুতকারকের এমন মন্তব্যের খবর সামনে আসতেই, ক্ষোভে ফুঁসতে থাকেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল। এরপরই পিচ প্রস্তুতকারককে নিশানায় এনে ডুল বলেন, একজন পিচ প্রস্তুতকারকের কাজ দলের জন্য ম্যাচের আগে পিচ তৈরি করা। এর জন্য তাঁকে মোটা টাকা দেওয়া হয়। পরামর্শ দেওয়ার জন্য নয়। KKR-কে বলব তারা ইডেন গার্ডেন্স থেকে তাদের হোম সেন্টার সরিয়ে নিক। ডুলের এমন মন্তব্যের পরই কার্যত গরম হাওয়া বয়ে যাচ্ছিল নেট দুনিয়ায়।

অবশ্যই পড়ুন: হাত ফসকেছে সেঞ্চুরি, তবুও ৪ নাইট তারকার রেকর্ড গুঁড়িয়ে KKR-র হয়ে বিশেষ নজির গড়লেন ডিক’ক

উল্লেখ্য, ডুলের পাশাপাশি পিচ বিতর্ক নিয়ে নাইটদের পাশে দাঁড়িয়েছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও। সম্প্রতি ইডেনের পিচ প্রসঙ্গে তিনি জানান, আমি যদি KKR-এ থাকতাম তাহলে বেশ হতাশ হতাম। সব দলের বোলাররাই ঘরের মাঠে বাড়তি সুবিধা পায়। দুর্ভাগ্য শুধু KKR-এর। তারা সেটা পাচ্ছে না। দুই মহারথীর এমন মন্তব্যের পরই কি নড়ে চড়ে বসলেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন? উত্তর মেলেনি এখনও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group