বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 সিজনে অসামান্য পারফরমেন্স দেখিয়ে সকলের নজর কেড়েছেন মাত্র 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে LSG বাহিনীর বিপক্ষে শুরুতে কিছুটা ঝলক দেখিয়ে আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে গুজরাতের বিপক্ষে মাঠে নামতেই বিশ্বের বাঘা বাঘা বোলারদের ঘাম ছুটিয়েছেন বৈভব।
এদিন মাত্র 38 বলে 101 রানের শক্ত সমর্থ্য ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি বৈভব প্রমাণ করেছেন স্বপ্নপূরণের কোনও বয়স হয় না। সেই সাথেই রশিদ খানদের বলে সেঞ্চুরি হাঁকিয়ে IPL ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে দ্রুততম শত রানের রেকর্ড গড়েছেন বিহারের ভূমিপুত্র।
এত ছোট বয়সে RR খেলোয়াড়ের এমন চমক অনেককেই ভাবতে বাধ্য করেছে। তবে সেইসব ভাবনার মাঝে প্রশ্ন থেকে গেছে বৈভবের বয়স নিয়ে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন তুলছেন নিজের আসল বয়স লুকিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কামাল দেখাচ্ছেন সূর্যবংশী! সেটাই কি? বৈভবের আসল বয়স কি তাহলে 14 নয়?
বয়স কমিয়ে খেলছেন বৈভব?
বৈভব সূর্যবংশীর IPL অভিষেক ম্যাচ ছিল গত 19 এপ্রিল। এদিন গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টের বিপক্ষে নিজের জাত চেনানোর কাজ শুরু করেছিলেন তিনি। অভিষেক ম্যাচে শার্দুল ঠাকুরের প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন বৈভব। এরপর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ভুবেনশ্বর কুমারের দুরন্ত বলে দুটি ছয় হাঁকান তিনি। যদিও এসবই ছিল ঝলক। গত সোমবার গুজরাতের বিপক্ষে ব্যাট হাতে একেবারে গোটা শো দেখিয়েছেন বৈভব।
কিশোর প্রতিভার এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠেছিল অনেকেরই। প্রশ্ন উঠেছিল, তাঁর বয়স নিয়েও। অনেকেই বলেছেন, নিজের আসল বয়স কমিয়ে IPL খেলছেন বৈভব! এমন বক্তব্য কতটা সত্যি? সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বৈভবের পুরনো এক সাক্ষাৎকার এ বিষয়ে নতুন তথ্য দিয়েছে। পুরনো সেই সাক্ষাৎকারে 2023 সালের সেপ্টেম্বরে বৈভব জানিয়েছিলেন তাঁর 14 বছর।
অর্থাৎ হিসেব অনুযায়ী এবছরের সেপ্টেম্বর এলে বৈভবের বয়স হওয়ার কথা 16। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেকর্ড বুকে বৈভব সূর্যবংশীর জন্ম তারিখ হিসেবে 27 মার্চ, 2011 সালের উল্লেখ রয়েছে। সেই অঙ্ক অনুযায়ী বর্তমানে বৈভবের বয়স 14 বছর 36 দিন। আর এ প্রসঙ্গেই ঘোর বিরোধীতা জানিয়েছেন পরিসংখ্যানবিদ মোহনদাস মেনন।
সম্প্রতি বৈভবের বয়স নিয়ে বিস্ময় প্রকাশ করে মোহনদাস বলেন, পুরনো সাক্ষাৎকারে তো সব বলা আছে! এর থেকে প্রকৃত বয়স সম্পর্কে আর বড় প্রমাণ কী হতে পারে? যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী।
অবশ্যই পড়ুন: রবসন নন, জাতীয় ডিফেন্ডারকেই দলে নিচ্ছে মোহনবাগান! নজরে আরও এক তুখড়
বৈভবের বাবার দেওয়া তথ্য
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশীর বাবা সঞ্জীব জানিয়েছিলেন, তাঁর সন্তান সাড়ে 8 বছর বয়সে প্রথমবারের জন্য BCCI-র বোন পরীক্ষায় বসেছিল। যেখানে মূলত উন্নত প্রযুক্তি ব্যবহার করে হাড়ের পরিপক্কতা পরীক্ষা করা হয়। বৈভব ইতিমধ্যেই ভারতের হয়ে অনূর্ধ্ব-19 খেলে নিয়েছেন। সঞ্জীব আরও বলেন, আমরা কাউকে ভয় পাইনা। তাঁকে হয়তো আবারও বয়সের পরীক্ষা দিতে হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |