বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সর্বোচ্চ ফুটবল লিগ ISL নিয়ে ক্রমশ বাড়ছে অনিশ্চয়তা। ভারতীয় ফুটবলের অন্ধকার দিন যাতে দেখতে না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করেও পিছিয়ে আসতে হচ্ছে ক্লাবগুলিকে। তবে, বাইরে থেকে কিছু করতে না পারলেও ইতিমধ্যেই ISL সমস্যার সমাধান করার দাবি তুলে ভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে 11টি ক্লাব।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সেই চিঠিতে সই করেনি কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। জানা যাচ্ছে, কলকাতার দুই ঐতিহ্যবাহী ক্লাবের পাশাপাশি বেঙ্গালুরু এফসিও নাকি ওই চিঠিতে সই করা থেকে নিজেদের দূরে রেখেছে। কিন্তু কেন?
কেন ফেডারেশনকে পাঠানো চিঠিতে সই করলো না ইস্ট, মোহন?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের উভয় বিনিয়োগকারী সংস্থা অর্থাৎ ইমামি ও আরপিএসজি গ্রুপ কোনও রকম আইনি জটিলতায় জড়াতে চায়না। ময়দান প্রধানদের কর্পোরেট সংস্থার দাবি, শুধুমাত্র ফুটবলকে ভালবেসে তারা ইন্ডিয়ান সুপার লিগে দল নিয়েছে। তবে মামলা, মোকদ্দমা বা আদালতের আইন সংক্রান্ত জটিলতায় তাদের জড়ানোর কোনও ইচ্ছা নেই। মূলত সে কারণেই, ফেডারেশনকে পাঠানো চিঠিতে সই করেনি ইস্টবেঙ্গল, মোহনবাগান।
চিঠিতে সই নেই বেঙ্গালুরুরও
খোঁজ নিয়ে জানা গেল, ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতোই ফেডারেশনকে পাঠানো চিঠিতে সই করেনি সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসি। কারণ হিসেবে দলটির বিনিয়োগকারী সংস্থা JSW গ্রুপ স্পষ্ট জানিয়েছে, তারাও আইনি জটিলতায় জরাতে অনিচ্ছুক। সে কারণেই চিঠিতে সই করেনি বেঙ্গালুরু। কাজেই, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং বেঙ্গালুরুকে বাদ দিয়ে মাত্র 8টি দল ওই চিঠিতে সই করেছে বলেই খবর।
অবশ্যই পড়ুন: Samsung Galaxy S24 Ultra-র দামে বিরাট পতন! এক ধাক্কায় কমল 50,000 টাকা
কোন দাবি নিয়ে ফেডারেশনকে চিঠি ক্লাবগুলির?
জানা যাচ্ছে, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য ফেডারেশন যাতে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানায়, সেই আবেদনেই AIFF এর কাছে চিঠি পাঠিয়েছে ISL ক্লাবগুলি। রিপোর্ট বলছে, ফেডারেশন সভাপতিকে পাঠানো ওই চিঠিতে লেখা হয়েছে, ভারতীয় ফুটবলের প্রধান নিয়ন্ত্রক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে আমাদের বিনীত অনুরোধ এই যে, প্রধান পক্ষ হিসেবে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অনিশ্চয়তার পরিস্থিতিকে সামনে রেখে গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনার ব্যবস্থা করা হোক।
ইন্ডিয়ান সুপার লিগ সহ অন্যান্য ফুটবল প্রতিযোগিতাগুলির স্বার্থে মামলাটিকে জরুরী তালিকাভুক্ত করে দ্রুত রায়দনের জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানানো হোক! সবশেষে ফুটবল ক্লাবগুলির তরফে লেখা হয়, আমরা মনে করি এই পদক্ষেপের মধ্য দিয়ে সব পক্ষেরই সুবিধা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |