বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতাই কাল হলো ভারতীয় তরুণ ব্যাটসম্যানের! ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজ শেষ করে বহু প্রতীক্ষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy) টুর্নামেন্টে ঝাঁপিয়ে পড়বে ভারতের ছেলেরা। সেই মতো বহু আগেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে দিয়েছে BCCI। তবে তারকা পেসার জসপ্রীত বুমরাহর চোটের কারণে এখনও পর্যন্ত চূড়ান্ত দল ঘোষণা করেনি ভারত। এহেন আবহে আসন্ন মিনি ওয়ার্ল্ড কাপ আসরে ভারতের টপ অর্ডারে ওপেনিং জুটি নিয়ে বড়সড় সমস্যা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সম্ভাব্য তরুণ ওপেনারকে সরাতে পারে ম্যানেজমেন্ট।
চ্যাম্পিয়নস ট্রফিতে ওপেনিং করা হচ্ছে না জয়সওয়ালের!
অজিভূমিতে প্যাট কামিন্স বাহিনীর সামনে দুরন্ত ফর্মে ছিলেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ওপেনিং করতে নেমে শত্রু শিবিরের বিরুদ্ধে তাঁর রেকর্ড চোখে পড়ার মতো। অধিনায়ক রোহিত শর্মার সাথে বিগত ম্যাচগুলিতে ওপেনিং করে প্রতিপক্ষকে নিজের জাত চিনিয়েছিলেন জয়সওয়াল। ফলত, সেইসব আগুনে পারফরমেন্স গুলিকে মাথায় রেখে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে রোহিতের সাথে যশস্বীকে ওপেনিং করতে দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা।
অনেকেই মনে করেছিলেন, শুভমন গিলের পরিবর্তে তাঁকেই শর্মার সাথে মাঠে নামাবে ম্যানেজমেন্ট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে জয়সওয়ালের ব্যাট থেকে মাত্র 15 রানের যোগদান পেয়েছে টিম ইন্ডিয়া।
আর এই ঘটনার পরই আসন্ন আইসিসি টুর্নামেন্টে রোহিতের সাথে তাঁকে ওপেন করানোর কথা ভেবে বাড়তি বেগ পেতে হচ্ছে BCCI কর্তাদের। সিংহভাগেরই মত, প্রথম ওয়ানডেতে খারাপ পারফরমেন্স হওয়ায় জয়সওয়ালকে চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের সম্ভাব্য ওপেনারের তালিকা থেকে ছাঁটাই করতে পারে বোর্ড।
ফের সুযোগ পাবেন গিল?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত বর্ডার গাভাস্কার সিরিজে ভারতীয় তরুণ জয়সওয়ালের দুর্দান্ত পারফরমেন্সকে সামনে রেখে তাঁকে শুভমন গিলের বিকল্প ওপেনার হিসেবে পছন্দের তালিকায় জায়গা দিয়েছিলেন ভক্তরা। তবে 6 ফেব্রুয়ারির ম্যাচে খেলোয়াড়ের হতাশাজনক পারফরমেন্স পছন্দের তালিকায় কালি ছিটিয়ে দিয়েছে।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলে কত নম্বর জার্সি পেলেন মেসি, আজই কি খেলবেন?
ওয়াকিবহাল মহলের দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুতেই যেভাবে মুখ থুবড়ে পড়েছে যশস্বীর পারফরমেন্স, তাতে আসন্ন আইসিসি ইভেন্টে তাঁকে দলের শুভারম্ভের দায়িত্ব দেবে না বোর্ড। বরং তাঁর বদলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডের প্রথম ইনিংসে 87 রান হাঁকানো গিলকেই শর্মার বিপরীতে ওপেনিং করানো হতে পারে। শেষ পর্যন্ত কী হয় এখন সেটাই দেখার।