পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে বেজে ওঠে ‘জালেবি বেবি’ গান! ভাইরাল ভিডিও

Published on:

Jalebi baby song instead of Pak national anthem During India Vs Pakistan Match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবির রাতে প্রত্যাশা মতোই পাকিস্তানকে বধ করেছে ভারত। এশিয়ার চির প্রতিদ্বন্দ্বীর সাথে একেবারে ছেলেখেলা করেই 7 উইকেটে জয় তুলে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। তবে টিম ইন্ডিয়া সাফল্যের পূর্বে পাকিস্তান ক্রিকেট দলের সাথে এক আজব ঘটনা ঘটে।

জানা যায়, এদিন ম্যাচ (India Vs Pakistan) শুরুর আগে পাক দলের প্রেয়ারের সময় তাদের জাতীয় সংগীতের বদলে জনপ্রিয় সং ‘জালেবি বেবি’ বাজানো হয়েছিল। যদিও তৎক্ষণাৎ তা বন্ধ করে পাকিস্তানের জাতীয় সংগীত বাজানো হয়। আর তাতেই একেবারে রেগে লাল পাক সমর্থকরা! কিন্তু কীভাবে এত বড় ভুল করতে পারল কর্তৃপক্ষ?

ভুলবশত বেজে ওঠে জালেবি বেবি সং

টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ শুরুর আগে প্রেয়ারের সময় প্রথমে পাকিস্তান দলের জাতীয় সংগীত বাজানোর কথা ছিল। সেই মতোই তৈরি ছিলেন সলমান আলি আঘারাও। এমতাবস্থায়, অপ্রস্তুত হয়ে পড়েন পাক ক্রিকেটাররা। জাতীয় সংগীতের বদলে হঠাৎ বেজে ওঠে জালেবি বেবির মুখরা। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যদিও ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, জালেবি বেবি গানটি বন্ধ করে পরে পাকিস্তানের জাতীয় সংগীত চালিয়েছিলেন ডিজে। আর এখানেই প্রশ্ন উঠছে কীভাবে এত বড় ভুল করতে পারল কর্তৃপক্ষ?

খোঁজ নিয়ে যা জানা গেল, পাকিস্তান দলের প্রেয়ারের জন্য দেশটির জাতীয় সংগীত বাজাতেই যাচ্ছিলেন ডিজে। ঠিক সেই সময়, কিছু ত্রুটির কারণে ভুলবশত পাকিস্তান দলের জাতীয় সংগীতের পরিবর্তে জালেবি বেবি ইংলিশ ও হিন্দি সংমিশ্রণের জনপ্রিয় গানটি বেজে ওঠে। যদিও অনেকেই মনে করছেন, এই ভুল পুরোপুরি ইচ্ছাকৃত।

পাক সমর্থকদের দাবি, পাকিস্তান ক্রিকেট দলকে ছোট করতেই এমন ঘটনা ঘটিয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা। যদিও কেউ কেউ আবার, এই গোটা বিষয়টিকে পাক দলের জন্য উপযুক্ত জবাব হিসেবেই দেখছেন।

 

অবশ্যই পড়ুন: ঘুঁচে গেল প্রতিবেশীর দর্প! এশিয়া কাপে ৭ উইকেট হাতে রেখে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

প্রসঙ্গত, গতকাল এশিয়া কাপের মঞ্চে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। আর তাতেই ভারতীয় বোলারদের সামনে একেবারে নাকানি চোবানি খেতে হয়েছিল পড়শি দেশের ছেলেদের। তাই শেষ পর্যন্ত ভারতের উদ্দেশ্যে বড় লক্ষ্য তৈরি করা হয়নি আঘাদের। এদিকে 128 রানের লক্ষ্য পেয়ে প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে ছেলেখেলা করেই 7 উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

সঙ্গে থাকুন ➥