জাত চেনাল ম্যাকলারেন, দাঁড়িয়ে দেখল আনোয়ার-হেক্টর

Published on:

jamie mclaren

কথাতেই রয়েছে ক্লাস ইজ পার্মানেন্ট। যাই হয়ে যাক না কেন, দক্ষতা কেউ কেড়ে নিতে পারে না। অস্ট্রেলিয়ার জেমি ম্যাকলারেনের (Jamie McLaren) ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) ম্যাচ খেলতে নেমেছেন। নিঃসন্দেহে চাপ রয়েছে। চাপের ম্যাচ অবশ্য জেমি এর আগে অনেক খেলেছেন। এমনি এমনি তাঁকে মেলবোর্ন সিটি এফসির কিংবদন্তি বলা হয় না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্লাবের হয়ে রেকর্ড সংখ্যক গোল রয়েছে তাঁর। সেখান থেকে এসেছেন মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan SG)। প্রত্যাশার পারদ অনেকখানি , তার ওপর ডার্বির চাপ। চাপ সামলে করলেন গোল। ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal FC) পিছনে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট। নিজের জাত চেনালেন জেমি ম্যাকলারেন। মনভির সিংয়ের কাছ থেকে বল পেয়ে করলেন লক্ষ্যভেদ। দাঁড়িয়ে দেখল লাল হলুদ রক্ষণভাগ।

এদিনের ম্যাচে ইস্টবেঙ্গলের ডিপ ডিফেন্সের দায়িত্বে সবুজ মেরুনের দুই প্রাক্তন ফুটবলার আনোয়ার আলি ও হেক্টর ইয়ুস্তে। বিরতির মিনিট খানেক আগে জেমির গোলের সুবাদে এগিয়ে যায় বাগান। তার আগেও একাধিকবার গোল করার সুযোগ এসেছিল, সবুজ মেরুন ব্রিগেড কাজে লাগাতে পারেনি। কাজের কাজ হল ৪১ মিনিটের মাথায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জেমি ম্যাকলারেন মরশুম শুরু হওয়ার অনেক আগে সবুজ মেরুন শিবিরে যোগ দিয়েছিলেন। কিন্তু ঘাড়ের ব্যথার কারণে মাঠে নামতে পারছিলেন না। জেমির খেলা দেখার অপেক্ষায় দিন গুনছিলেন মোহনবাগান সমর্থকরা। প্রতিভা চেনাতে দেরি করেননি তিনি। মাঠে নেমেই বুঝিয়ে দিচ্ছেন কেন তাঁকে বলা হয় GOAT।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group