বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতার পরিধি কমাতে পারেনি ভারতের ছেলেরা। তাই হয়তো মেলবোর্ন টেস্টের পর সিডনি টেস্টে হেরে সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গিয়েছে বিরাটদের। অন্যদিকে ভারতের ওপর ক্রমশ চাপ বৃদ্ধি করে সিডনির মাঠেও জলওয়া দেখিয়েছে অজি বাহিনী।
6 উইকেটে ভারতকে পরাস্ত করে সিরিজ দখলের পাশাপশি WTC ফাইনালেও নিজেদের জায়গা সুনিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। তবে যে ভুলের মাসুল বর্ডার গাভাস্কার সিরিজে হারের পর গুনতে হচ্ছে ভারতকে, সিডনির ময়দানে ভারতীয়দের সেই সব ত্রুটিই এবার উঠে এলো জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) গলায়! শেষ টেস্টে ভারতের দুরবস্থা প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় পেসার।
ভারতের পরাজয় নিয়ে বুমরাহর বড় মন্তব্য
মেলবোর্নের পরাজয় যন্ত্রনা বুকে নিয়ে সিডনির মাঠ দখল করেছিল বিরাটরা। তবে রোহিতহীন ভারতীয় ব্রিগ্রেডকে নাস্তানাবুদ করে ছেড়েছে কামিন্সের দল। মাঝে বুমরাহর অজানা চোট এবং ভারতের বাকিদের ছন্দপতন সবমিলিয়ে পঞ্চম অর্থাৎ শেষ টেস্টও হাতছাড়া হয়েছে ভারতের। আর জাতীয় দলের এহেন করুণ অবস্থার পরই পরাজয় প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের তারকা পেসার তথা পার্থ ও সিডনি টেস্টের স্ট্যান্ড ইন অধিনায়ক জসপ্রীত বুমরাহ।
তাঁর মতে, ভারতের এই হার সত্যিই হতাশাজনক। তবে কখন কখন নিজের শরীরকে সম্মান করতে হয়। কারণ আপনি আপনার দেহের সাথে লড়াই করতে পারবেন না। প্রথম ইনিংসের দ্বিতীয় স্পেলে সামান্য অস্বস্তি অনুভব করছিলাম। এই সময়ে অন্য বোলাররা ভাল পারফর্ম করেছে। পরে চোটের কারণে বেরিয়ে আসায় দল যথেষ্ট সমস্যায় পড়েছিল। কেননা, একজন বোলার অনুপস্থিত থাকলে সেই চাপটা গিয়ে পড়ে বাকিদের ওপর।
দলের পরাজয় প্রসঙ্গে জসপ্রীত আরও বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। তবে এমনটা নয় যে আমরা একেবারেই চেষ্টা করিনি। আমরা সবাই ম্যাচেই ছিলাম। চেষ্টা করেছি দলকে জেতানোর। আসলে, ম্যাচ চলাকালীন দলের ওপর চাপ বাড়বে, পরিস্থিতি আরও কঠিন হবে এই সবই টেস্টের নিয়ম। তবে শত্রুপক্ষ যতই চাল চালুক না কেন আমাদের টিকে থাকতে হবে।
বুমরাহর শেষ সংযোজন, দলের কঠিন সময়ে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। আমরা হেরেছি ঠিকই! কিন্তু এই শিক্ষা দলের ভবিষ্যৎ প্রজন্মকে অভিজ্ঞতার বীজ বুনতে সাহায্য করবে। পরাজয় থেকে শিক্ষা নিয়ে দলের তরুণরা আরও বেশি আক্রমণাত্মক ও শক্তিশালী হয়ে উঠবেন। আমরা এটা দেখিয়ে দিয়েছি যে, দলে একাধিক তরুণ প্রতিভা রয়েছে। যাঁরা আগামী দিনে দলের প্রধান খুঁটি হয়ে উঠবেন।
প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন বুমরাহ
অজিভূমিতে ভারতের বোলিং দাপট প্রায় একার হাতে সামলেছেন জসপ্রীত। পার্থ টেস্ট থেকে শুরু করে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসের আগে পর্যন্ত ভারতীয় পেসারের কব্জির জোরের কাছে মাথা নুইয়েছিল অজিরা। দলের হয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে শত্রু শিবিরে আঘাত হেনেছেন তিনি। তবে সিডনি টেস্টের দ্বিতীয় দিন চোটের কারণে স্টেডিয়াম ছাড়লেও আগের ইনিংসে অস্ট্রেলিয়ার 2 উইকেট ভেঙেছিলেন জসপ্রীত। বলা বাহুল্য, প্যাটদের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে থাকা বুমরাহ গোটা সিরিজে 32টি উইকেট শিকার করেছেন। আর এই অসামান্য কীর্তি তাঁকে বর্ডার গাবাস্কার সিরিজের সেরা খেলোয়াড় অর্থাৎ প্লেয়ার অফ দ্য সিরিজ খেতাব এনে দিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |