কৌশিক দত্ত, কলকাতাঃ অ্যাডিলেড টেস্টে মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং। তবে দ্বিতীয় দিনে কিছুটা হলেও কামব্যাক করেছে ভারতীয় দল। ৩৩৭ রানে ইনিংস শেষ হয়েছে অস্ট্রেলিয়া দলের। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ট্র্যাভিস হেড। ১৪১ বলে ১৪০ রান করেন তিনি। ওদিকে ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ দারুণ পারফর্ম করেছে। দুজনাই ৪ টি করে উইকেট নিয়েছেন। ভারতের সবথেকে বড় মাথাব্যথা ট্র্যাভিস হেডকে আউট করে দলকে সুবিধা করে দিয়েছেন মহম্মদ সিরাজ। তবে দ্বিতীয় দিনে রয়েছে টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর। ভারতের সবথেকে নির্ভরযোগ্য বোলার জসপ্রীত বুমরাহকে মাঠের মধ্যে সমস্যায় দেখা গিয়েছে।
বল হাতে একাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়ছিলেন জসপ্রীত বুমরাহ। তবে খেলতে খেলতে তাঁর কোনও সমস্যাও হয়। যার কারণে তৎক্ষণাৎ মাঠে ফিজিওকে ডাকা হয়েছিল। সাত থেকে আট মিনিট ধরে মাঠেই বুমরাহর সাথে ছিলেন ফিজিও। বুমরাহর সমস্যা কতটা বড় তা জানা যায়নি, তবে বুমরাহ চোটগ্রস্ত হলে টিম ইন্ডিয়ার সমস্যার আর অন্ত থাকবে না।
চোটগ্রস্ত জসপ্রীত বুমরাহ?
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে মাঠে সমস্যায় দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার বোলার জসপ্রীত বুমরাহকে। নিজের স্পেলের ২০ তম ওভার বল করার সময় তাঁকে সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর মাঠে ফিজিও এসে ৭-৮ মিনিট ধরে তাঁর চিকিৎসা করেন। বুমরাহর এই অবস্থা দেখে শুধু টিম ইন্ডিয়ার প্লেয়াররাই নন, ভারতীয় দলের সমর্থকরাও চিন্তিত।
যদিও, এই ঘটনার পরেও বল করেছে বুমরাহ। কিন্তু আচমকাই তাঁর এমন সমস্যা হওয়া ভারতীয় দলের জন্য একদমই শুভ সংকেত নয়। এই সিরিজে ভারতীয় দলের বুমরাহই একমাত্র বোলার, যার সামনে বারবার ব্যর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
এই সিরিজে বিধ্বংসী ফর্মে রয়েছেন জসপ্রীত বুমরাহ
পারথ টেস্টে বিধ্বংসী রূপে ধারণ করেন জসপ্রীত বুমরাহ প্রথম ইনিংসে বুমরাহ ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট। বুমরাহর আগুনে বোলিং ও যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে প্রথম টেস্টে ভারত ২৯৫ রানে জয়লাভ করে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |