কৌশিক দত্ত, কলকাতাঃ মেলবোর্নে ভারত, অস্ট্রেলিয়ার (India Vs Australia) মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এই ম্যাচে অস্ট্রেলিয়ার তরফে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের অভিষেক হয়েছে। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছেন এই তরুণ ব্যাটার। ভারতের বিরুদ্ধে ৬০ রানের ইনিংস খেলেছেন তিনি। আর নিজের ইনিংসে ভারতের সবথেকে নামি বোলার জসপ্রীত বুমরাহর বলে বিধ্বংসী রূপও ধারণ করেছিলেন তিনি।
জীবনের প্রথম ম্যাচ কনস্টাস ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন। ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস নির্ভীক হয়ে যেভাবে বুমরাহকে সামলেছেন, তা দেখে চারিদিকে প্রশংসার বন্যা বইছে। নিজের ইনিংসের অষ্টম বলে দুই রান নিয়ে খাতা খলেন কনস্টাস। এরপর সপ্তম ওভারে বুমরাহর প্রথম দুই বলে চার ও ছয়ও মারেন তিনি।
৩ বছর পর ছয় খেলেন জসপ্রীত বুমরাহ
সপ্তম ওভারের দ্বিতীয় বলে বুমরাহকে ছয় মেরে এক অনন্য নজির গড়েছেন স্যাম কনস্টাস। আসলে ৩১ বছর বয়সী জসপ্রীত বুমরাহ শেষবার ২০২১ সালের টেস্ট ম্যাচ ছয় খেয়েছিলেন। দীর্ঘ ৩ বছর পর কোনও ব্যাটার টেস্টে বুমরাহকে ৬ মারতে সক্ষম হলেন। পরিসংখ্যান অনুযায়ী, ৪ হাজার ৪৮৩ বল ও ১৪৪৫ দিন পর টেস্ট ক্রিকেটে ছয় খেলেন জসপ্রীত বুমরাহ। আর এই ছয় মারেন আজই অভিষেক করা স্যাম কনস্টাস।
৩ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ
বুমরাহর বলে কনস্টাসের ছয় মারার ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে। বুমরাহর বলে এক ইনিংসে দুটি ছয় মেরে স্যাম কনস্টাস ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের রেকর্ডকেও ছুঁয়ে নিয়েছে। বর্তমানে প্রথম দিনে এখনও অবধি ৭৯ ওভার খেলা হয়েছে। এই ৭৯ ওভারে অস্ট্রেলিয়া ২৯১ রান করেছে আর তাঁদের ৫ উইকেট পড়েছে। ভারতের হয়ে সর্বাধিক জসপ্রীত বুমরাহ ৩ উইকেট নিয়েছেন। এছাড়াও ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন।