বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত শর্মা অবসর ঘোষণা করতেই লাল বলের ফরম্যাট নিয়ে কপালে চিন্তার ভাঁজ বেড়েছে BCCI কর্তাদের। একই সাথে বন্ধু রোহিতের পথে হেঁটেই অবসর নিতে চান বিরাট কোহলিও। এমতাবস্থায়, ইংল্যান্ড সিরিজে জাতীয় দলের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
শোনা যাচ্ছে, ইংলিশদের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজে অধিনায়কত্ব করতে পারেন শুভমন গিল। তাছাড়ও সহ অধিনায়ক হিসেবে উঠে আসছে ঋষভ পন্থের নাম। এহেন আবহে, ধীরে ধীরে আড়ালে চলে গেছে জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) প্রসঙ্গ। বহু সমর্থকের বক্তব্য, রোহিতের বিকল্প হিসেবে কেন জসপ্রীতকে নেতৃত্ব দেওয়া হচ্ছে না? এতদিনে জানা গেল আসল কারণ।
কেন জসপ্রীত বুমরাহকে টেস্ট দলের অধিনায়ক করা হচ্ছে না?
সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন মারফত খবর, রোহিত শর্মার অবসরের পর টেস্ট দলের অধিনায়ক হতেই চাইছেন না বুমরাহ। জানা যাচ্ছে, রোহিতের বিকল্প হিসেবে পরবর্তী টেস্ট দলের অধিনায়ক হতে অস্বীকার করেছেন জসপ্রীত। মনে করা হচ্ছে, ভারতীয় পেসারের ইচ্ছা না থাকায়, তাঁকে টেস্ট দলের অধিনায়ক করতে পারবে না বোর্ড!
যদিও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মার ডেপুটি হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। ভারতীয় প্রেসারের নেতৃত্বাধীন সেই ম্যাচে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। আর এরপর থেকেই বুমরাহকে পরবর্তী টেস্ট অধিনায়ক করার আর্জি উঠেছে। তবে খেলোয়াড়ের অনিচ্ছায় তাঁকে সেই দায়িত্বে বসাবে না বোর্ড, এমটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
অবশ্যই পড়ুন: ISL-র সেরা ফরোয়ার্ড ক্যাটাগরিতে বাগান তারকাদের ভিড়! তালিকায় এগিয়ে ইস্টবেঙ্গলের মাত্র এক
ইংল্যান্ড সিরিজের সব ম্যাচে পাওয়া যাবে না বুমরাহকে!
সদ্য চোট কাটিয়ে উঠেছেন ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ। ফিরেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। তবে খেলোয়াড়ের ওয়ার্কলোড ও চোট আশঙ্কার কথা মাথায় রেখেই তাঁকে নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না BCCI। এছাড়াও শোনা যাচ্ছে, ওই ওয়ার্ক লোড ও চোটের আশঙ্কাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সব ম্যাচে বুমরাহকে পাবে না দল। বুমরাহ নাকি নিজেও সব ম্যাচে খেলতে চাইছেন না!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |