বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অলআউট করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল টিম ইন্ডিয়া। অজিদের ওপর বুমরাহ-সিরাজদের বোলিং দাপট কামিন্সদের নাস্তানাবুদ করে ছেড়েছে। তবে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে চেপে ধরেও সিডনির মাঠে দুঃসময় দেখলো ভারত। খেলা মধ্যাহ্নভোজের বিরতিতে গড়াতেই টিম ইন্ডিয়া শিবিরে এলো দুঃসংবাদ। অজানা চোটের কারণে মাঠ ছাড়লেন ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। সূত্রের খবর, চোট যন্ত্রণায় কাহিল বুমরাহকে সম্ভবত হাসপাতালে স্ক্যান করানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।
কোথায় চোট পেয়েছেন বুমরাহ?
শনিবারের সকালটা ভারতীয় সমর্থকদের জন্য একেবারেই গাল ভরা হাসি নিয়ে আসেনি। চলতি সিডনি টেস্টে রোহিতহীন ব্রিগেড যাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়াচ্ছিল সেই বুমরাহকেই অজানা চোটের কারণে দ্রুত বাকিদের সঙ্গ ছাড়তে হলো। সিডনির দ্বিতীয় দিনের খেলা মধ্যাহ্নভোজের বিরতিতে পৌঁছতেই চোট যন্ত্রনা নিয়ে স্টেডিয়াম ছাড়েন ভারতের টেস্ট দলের অধিনায়ক বুমরাহ। ভারতীয় তারকার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জেনে তড়িঘড়ি তাঁকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে খেলোয়াড় কোথায় চোট পেয়েছেন বা চোটের ধরন কী, সেই প্রসঙ্গে এখনও পর্যন্ত খাতায়-কলমে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সূত্র বলছে, পিঠের যন্ত্রণা নিয়ে সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে গিয়েছেন জসপ্রীত। স্টার স্পোর্টসের ধারাভাষ্য বিরতিতে ভারতীয় পেসারের চোট প্রসঙ্গে মুখ খোলেন সুনীল গাভাস্কার। তাঁর মতে, সম্ভবত গ্রইনের চোটে ভুগছেন ভারতীয় তারকা। তবে গাভাস্কারের মন্তব্যে সায় দেননি সঞ্চালক ময়ন্তি ল্যাঙ্গার। তিনি বলেন, বুমরাহ হয়তো পিঠের যন্ত্রণা নিয়ে স্ক্যান করাতে গিয়েছেন। বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে পিঠের চোট নিয়েই 22 গজের লড়াই জারি রেখেছিলেন জসপ্রীত। তবে এর আগে বেশ কিছুদিন এই সমগোত্রীয় কারণ দেখিয়ে মাঠের বাইরে ছিলেন তিনি।
বুমরাহর চোট নিশ্চিত নয়!
ধারাভাষ্য চলাকালীন সেভাবে কোনও মন্তব্য না রাখলেও চা পানের বিরতিতে ফের বুমরাহ প্রসঙ্গে মুখ খোলেন ময়ন্তি। তাঁর বক্তব্য, জসপ্রীতের চোট নিয়ে অফিসিয়ালি ভাবে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। ভারতীয় পেসার ঠিক কোন সমস্যা নিয়ে মাঠ ছেড়েছেন সেই বিষয়টাও পরিষ্কার নয় বিসিসিআইয়ের কাছে। এহেন পরিস্থিতিতে, ভারতীয় তারকার চোট নিয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারবেন না। তবে অধিকাংশই ধারণা করছেন আগে থেকে পিঠের চোট থাকায় তাতেই নতুনভাবে যন্ত্রণা দানা বেঁধেছে বুমরাহর শরীরে।
সিডনিতে বিরাটের কাঁধে ভারতের দায়িত্ব
বর্ডার গাভাস্কার সিরিজের বিগত টেস্টগুলিতে রোহিত শর্মার অগ্রহণযোগ্য পারফরমেন্স নিয়ে যথেষ্ট চাপে ছিল ভারত। তাই সিরিজের শেষ টেস্ট অর্থাৎ সিডনির ময়দানে শর্মাকে রেখে দলের শোচনীয় অবস্থায় নতুন পেরেক ঠুকতে চায়নি ম্যানেজমেন্ট। ফলত রোহিতের বিকল্প হিসেবে পার্থ টেস্টের সফল অধিনায়ক জসপ্রীত বুমরাহকেই দল বাঁচানোর দায়িত্ব দেয় নির্বাচন কমিটি। যদিও চলতি টেস্টের নেতৃত্ব কাঁধে নেওয়ার ইচ্ছা আগেই জানিয়েছিলেন ভারতীয় পেসার।
কিন্ত যখন এই আশাতে সিলমোহর এলো ঠিক সেই মোক্ষম সময়ে অজানা চোটের কারণে মাঠ থেকে ছিটকে গেলেন বুমরাহ। এরপরই অধিনায়কহারা ভারতকে অজি বাহনীর বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াইটা এগিয়ে নিয়ে যেতে স্ট্যান্ড ইনের বিকল্প অধিনায়ক হিসেবে কোহলিকে বেঁচে নেওয়া হয়। বর্তমানে তাঁর কাঁধে চেপেই অস্ট্রেলিয়াকে লিড দিচ্ছে ভারত। উল্লেখ্য, এর আগে বুমরাহ বাহিনীর 185 রানের জবাবে ঝড় তুলতে মাঠে নেমেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার সেনারা। কাজেই 4 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠে নেমেই লিড ধরে নিয়েছে বিরাট ব্রিগেড। তবে দ্বিতীয় ইনিংসেও ফের ভরাডুবি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৭৮ রানে ৩ উইকেট খুইয়েছে ভারত। প্যাভিলিয়নে ফিরেছেন যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল ও বিরাট কোহলি।