বাদ কোহলি, রোহিত! অধিনায়ক বুমরাহ! বছরের সেরা টেস্ট দল বাছল অস্ট্রেলিয়া, দেখুন লিস্ট

Published on:

Jasprit bumrah is the captain of the best test team 2024 selected by cricket australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার গাভাস্কার টেস্টে জ্বলে উঠেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টেস্ট সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে বহুবার ভারতীয় পেসারের তোপের মুখে পড়তে হয়েছে। অজি তারকাদের সাজঘরের পথ দেখিয়ে এখনও পর্যন্ত 30টি উইকেট শিকার করেছেন জসপ্রীত। 22 গজে দুর্দান্ত বোলিং দাপট দেখিয়ে কামিন্স বাহিনীকে নাকানি চোবানি খাইয়েছেন যেই বোলার বর্তমানে তার সাফল্যকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

WhatsApp Community Join Now

তবে সেখানেই থেমে থাকেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কীর্তি। ভারতের তারকা পেসারের অসামান্য উইকেট দখলের দক্ষতাকে সামনে রেখে 2024 সালের সেরা টেস্ট দল প্রকাশ করেছে সিএ। আর এই দলের অধিনায়ক করা হয়েছে বুমরাহকেই।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা দলের অধিনায়ক বুমরাহ

মেলবোর্ন টেস্টে জয় ছিনিয়ে সিডনি টেস্টের জন্য অপেক্ষার প্রহর গুনছে অজি শিবির। আগামী 3 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দাপট আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন অনেকে। তবে এহেন পরিস্থিতি বাস্তবায়িত হওয়ার আগে চলতি বছরের সেরা টেস্ট দল প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেখানেই বুমরাহর আমরণ চেষ্টাকে স্বীকৃতি দিয়েছে কামিন্সদের ক্রিকেট বোর্ড।

ক্রিকেটের 3 ফরম্যাটেই জাতীয় দলের হয়ে সর্বাধিক উইকেট শিকার করেছেন জসপ্রীত। ভারতীয় তারকার অনবদ্য পারফরমেন্স প্রশংসিত হয়েছে নানা মহলে। প্রায় প্রতিটি ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকার কারণেই ভারতের দুরবস্থায় বুমরাহরই শরণাপন্ন হন বাকিরা। সতীর্থদের ভরসার জায়গাও শক্ত হাতে অক্ষুন্ন রেখে চলেছেন তিনি। চলতি বছর 3 ফরম্যাট মিলিয়ে 86টি উইকেট ভেঙেছেন ভারতীয় পেসার। জানলে অবাক হবেন, তার মধ্যে 71টি উইকেট টেস্ট ক্রিকেটেই। আর সেই অসাধারণ কীর্তিকে সম্মান জানাতেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচিত সেরা টেস্ট দলের অধিনায়ক হিসেবে সোনার মুকুট চেপেছে বুমরাহর মাথায়।

 

বুমরাহর সাথেই টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে যশস্বীর

ধুরন্ধর পেসার বুমরাহর পাশাপাশি অসামান্য কীর্তির কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা টেস্ট দলে জায়গা জায়গা পেয়েছেন ভারতের উদীয়মান তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। চলতি টেস্ট সিরিজে যখন ভারতের ভরসার কাঁধ গুলো একে একে ভেঙে পড়ছে ঠিক সেই মোক্ষম সময়ে ভারতের রথের চাকা গর্ত থেকে টেনে তুলেছেন জয়সওয়াল। দলের শোচনীয় অবস্থায় রোহিত-বিরাটদের ব্যর্থতা ভুলে নিজেকে মেলে ধরেছিলেন ভারতের এই তরুণ প্রতিভা।

গতকালের শেষ মেলবোর্ন ম্যাচেও বড় রানের ইনিংস গড়েছিলেন তিনি। তবে এখানেই থমকে থাকেনি যশস্বীর কীর্তি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন তিনি। নাম জড়িয়েছেন বিরল রেকর্ডেও। আর সেই কারণেই হয়তো 2024 বর্ষের সেরা টেস্ট দলে অন্য ভারতীয় তারকাদের বদলে যশস্বীকেই প্রথম পছন্দ মনে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচিত সেরা টেস্ট দল

যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), অ্যালেক্স কেরি (অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জসপ্রীত বুমরাহ (অধিনায়ক) (ভারত), জোশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)।

সঙ্গে থাকুন ➥
X