ক্রিকেট ইতিহাসে এই প্রথম, ২০০ উইকেট পূর্ণ করতেই বিরল রেকর্ড গড়লেন বুমরাহ

Published on:

jasprit bumrah

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে তরুণ অজি ক্রিকেটার স্যাম কনস্টাসের বিরুদ্ধে জায়গা করে উঠতে না পারায় সমালোচনার সিঁড়িতে উঠতে হয়েছিল জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে পা রেখেই বার্থডে বয় ট্রাভিস হেডকে ফিরতি পথ দেখালেন ভারতের তারকা পেসার। আর আজি তারকার এই উইকেটই তাঁকে ডবল সেঞ্চুরি এনে দিয়েছে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ঘরের মাঠে দাবানলের গতিতে উইকেট ভেঙে দ্রুত 200তম টেস্ট উইকেটের মালিক হয়েছেন ভারতের ডান হাতি পেসার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চতুর্থ দিনেই বুমরাহর অসামান্য কীর্তি

রবিবারের শুভদিনে ব্যাট হাতে মাঠে নেমেই ভারতের বিরুদ্ধে চেনা ছন্দে ফিরতে চেয়েছিলেন হেড। তবে অজি তারকার সেই ভাবনায় জল ঢেলে দিয়েছে ভারতীয় মহাতারকা জসপ্রীত বুমরাহ। রানের পাহাড় তৈরির লক্ষ্য নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়ান ব্যাটারকে দ্রুত সাজঘরের রাস্তা দেখিয়ে তাঁর জন্মদিনে বড় চমক দিয়েছেন ভারতীয় পেসার। আর এই সাফল্যই তাঁকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুত 200 উইকেটের মাইল ফলক ছুঁয়ে দেখতে সামনে ঠেলে দিল।

বিরল রেকর্ড এখন বুমরাহর দখলে | Jasprit Bumrah 200 Wickets |

ভারতের তারকা পেসার বুমরাহ মেলবোর্ন টেস্টে যে কীর্তি গড়লেন, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তা চতুর্থ দ্রুততম উইকেট দখল। তবে টেস্টে দ্রুত 200 উইকেট নিয়েই থেমে থাকেননি বুমরাহ। জানা গিয়ে, ভারতীয় বোলারের এই রেকর্ড সত্যিই বিরল। কেননা, সর্বনিম্ন ইকোনমি অর্থাৎ 20 রানেরও কম দিয়ে ঝড়ের গতিতে 200 উইকেট পকেটে পুরেছেন বুমরাহ। বলা হচ্ছে, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই প্রথম যিনি এত কম রান দিয়ে ডবল উইকেট সেঞ্চুরি হাঁকিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বলা বাহুল্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বোলিং লাইনআপ দাঁড়িয়েছিল একপ্রকার বুমরাহ-সিরাজের কাঁধেই। এই দুই তারকা পেসার অস্ট্রেলিয়ানদের তোপের মুখে দাঁড় করিয়ে মাত্র 91 রান খরচে 6 উইকেট তুলে নেন। আর এই সাফল্যের মধ্যে 4টি উইকেটই এসেছিল বুমরাহর হাত ধরে। তবে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় অজিরা। বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে বিরতিতে যাওয়ার আগেই বড় রান ব্যবধানে চালকের আসনে বসেছে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, সর্বনিম্ন গড়ে অর্থাৎ একেবারে কম রান দিয়ে দ্রুত 200তম টেস্ট উইকেট ছোঁয়ার উল্লেখযোগ্য নিদর্শন করেছেন বেশ কয়েকজন ক্রিকেট তারকা। তবে এই মুহূর্তে তাঁদের পিছনে ফেলে তালিকার শীর্ষে জায়গা হয়েছে 20 রানেরও কম খরচ করে 200 টেস্ট উইকেটের মালিক বুমরাহর। যদিও ভারতীয় তারকার একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন আরও দুই বিদেশি বোলার। তাঁদের মধ্যে বুমরাহর পরেই রয়েছেন জোয়েল গার্নার। গড়ে 20.34 রান দিয়ে 200 উইকেটের মাইলফলকে থাবা বসিয়েছিলেন তিনি। অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে জায়গা হয়েছে সাউথ আফ্রিকার কিংবদন্তি বোলার শন পোলকের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group