KKR-এ শ্রেয়স আইয়ার, ৩৩ কোটিতে পন্থকে নিল PBKS! জিওর মক অকশনে টাকার ছড়াছড়ি

Published on:

shreyas iyer rishabh pant

কলকাতাঃ আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে আয়োজিত হতে চলেছে IPL 2025 এর মেগা নিলামের অনুষ্ঠান। আগামীকাল এই অনুষ্ঠানের আগে Jio সিনেমার তরফে আয়োজিত হয় মক অকশন। সেখানে দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করেন আকাশ চোপড়া। কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেন সঞ্জয় বাঙ্গার। রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করেন মাইক হেসন। চেন্নাইয়ের হয়ে সুরেশ রায়না। লখনউয়ের হয়ে দীপ দাশগুপ্ত।

শ্রেয়স আইয়ারকে নিল KKR

WhatsApp Community Join Now

এই মক অকশনে মোটা দর ওঠে দিল্লি ক্যাপিটলসের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থের। ৩৩ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নেয় পঞ্জাব কিংস। ওদিকে কলকাতা নাইট রাইডার্স তাঁদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ২১ কোটি টাকা দিয়ে দলে নেয়।

দাম কমল মিচেল স্টার্কের

কলকাতা নাইট রাইডার্স তথা গোটা আইপিএলের সবথেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ককেও এদিন মক অকশনে রাখা হয়েছিল। তবে এবার আর ২৪.৭৫ কোটি নয়। এবার ১৮ কোটি টাকায় বিক্রি হয়েছেন তিনি। তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

ব্রিটিশ অধিনায়ক জস বাটলারেরও বিরাট দাম উঠেছে। এদিন পঞ্জাব কিংস তাঁকে ১৩.৫০ কোটি টাকায় নিজেদের দলে নিয়েছে। ওদিকে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের প্রাক্তন অধিনায়ক কুইন্টিন ডি’কককে মক অকশনে নিজেদের দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তাঁকে ৬ কোটি ৫০ লক্ষ দিয়ে নিয়েছে CSK। অবাক করা বিষয় হল ঈশান কিষাণের দর। Jio সিনেমার মক অকশনে ১৫.৫০ কোটি টাকায় ঈশান কিষাণকে নিয়েছে দিল্লি ক্যাপিটলস।

রেকর্ড দর কেএল রাহুলের

T20-র অভিজ্ঞ স্পিনার বলে পরিচিত যুজবেন্দ্র চাহাল Jio-র মক অকশনে ১৫ কোটিতে বিক্রি হয়েছেন। তাঁকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কেএল রাহুলও ছক্কা হাঁকিয়েছেন। তাঁকে ২৯.৫০ কোটি টাকায় ব্যাগবন্দি করেছে RCB। বলে রাখি, এই মক অকশনের সঙ্গে আইপিএলের নিলামের কোনও যোগ নেই। সব প্লেয়ার আগামীকাল ও পরশু নিলামে উঠবেন। এই দু’দিনই তাঁদের আসল দর কি জানা যাবে।

সঙ্গে থাকুন ➥
X